সালমান খানের বজরঙ্গি ভাইজানের ছোট্ট মুন্নিকে মনে আছে? বর্তমানে পাল্টে গিয়েছে তাঁর পুরো চেহারা

বজরঙ্গি ভাইজান (Bajrangi Bhaijaan) বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক অন্যতম জনপ্রিয় সিনেমা। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সলমন খান (Salman Khan), করিনা কাপুর (Kareena Kapoor) ও নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui) অভিনয় করেছিলেন। তার সাথেই ‘মুন্নি’ নামক এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী হর্ষালি মালহোত্রা (Harshaali Malhotra)। অন্য ধারার সিনেমা ‘বজরঙ্গী ভাইজান’ (Bajrangi Bhaijaan)-এ বলিউডের তাবড় তাবড় তারকারা থাকা সত্ত্বেও দর্শকমহলের নজর কাড়ে শিশুশিল্পী হর্ষালি মালহোত্রা।
View this post on Instagram
‘মুন্নি’ নামক এক বোবা-কালা পাকিস্তানি মুসলিম ছোট্ট মেয়ের চরিত্রে হর্ষালি দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন। অল্প বয়সে শুধুমাত্র নিজের এক্সপ্রেশন দিয়েই তিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। পরবর্তী সময়ে বড়পর্দায় তাঁকে আর সেইভাবে দেখা যায়নি। তবে ছোটপর্দায় ‘সাবধান ইন্ডিয়া’, ‘কবুল হ্যায়’, ‘লৌট আও তৃষা’, ‘সবসে বড়া কলাকার’ প্রভৃতি টিভি শো-তে তিনি কাজ করেছেন। বর্তমানে হর্ষালি নিজের পড়াশোনার দিকে অধিক মনোযোগ প্রদান করেছেন। তাঁর কাছে বেশ কিছু কাজের অফার আসলেও চিত্রনাট্য খুব একটা পছন্দ না হওয়ায় তিনি সেইসব গ্রহণ করেননি। তবে হর্ষালি জানিয়েছেন মনের মতো গল্প পেলে তিনি আবার নতুন করে অভিনয় জগতে ফিরবেন এবং তিনি বিনোদন জগতের সঙ্গেই যুক্ত থাকতে চান।
View this post on Instagram
পর্দায় দেখা না পাওয়া গেলেও হর্ষালি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার্স সংখ্যা ১.৬ মিলিয়ন। এখন হর্ষালি কৈশোরে প্রবেশ করেছেন, গত ৩রা জুন তিনি ১৪ বছর বয়সে পা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজস্ব অ্যাকাউন্টে হামেশাই তিনি ট্রেন্ডিং রিল ভিডিও ও নিজস্ব ছবি পোস্ট করে থাকেন। মুখের আদল এক থাকলেও হর্ষালির পরিবর্তন ও সৌন্দর্য্য নেটিজেনদের রীতিমতো তাক লাগিয়ে দিয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে হর্ষালি মালহোত্রা (Harshaali Malhotra) ডাকসাইটে সুন্দরীতে পরিণত হচ্ছেন এবং নেটিজেনদের মুগ্ধ করে রেখেছেন।