
জনপ্রিয় হরিনাভি শিল্পী স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা বেশ আনন্দিত হয়েছেন পছন্দের শিল্পীর নাচ দেখে।
‘ভিকে ইউনিক’ (VK Unique) নামে এক ইউটিউব চ্যানেল থেকে বছর পাঁচেক আগে ভিডিওটি ভাইরাল হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় স্বপ্নার ফ্যান ফলোয়িং এতটাই বেশি যে নিজের ইন্সটা প্রোফাইল থেকে আবার করে শেয়ার করতেই কমেন্টবক্স ভরে গিয়েছে প্রশংসাসূচক মন্তব্যে। ইতিমধ্যে ভিউস সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখের উপরে। সবুজ রঙের সালোয়ার কামিজে স্বপ্নাকে খুব আকর্ষণীয় লেগেছে। পবন পিলানিয়া (Pawan Pilania) এবং সুশীলা নাগারের (Sushila Nagar ) গলায় ‘বরা টিক্কাদ’ (Bara tikkad) গানে নাচতে দেখে গিয়েছে স্বপ্নাকে। অনেক দর্শকদের মধ্যে থেকে একজন মাঝ বয়সী ব্যক্তির সাথে এই গানে স্বপ্নার নাচ উপস্থিত সমগ্র দর্শককে মুগ্ধ করেছে । তবে ভিডিওর মাঝে মাঝে জনৈক ওই ব্যক্তির মুখের এক্সপ্রেশন দর্শকদের বেশ মজার লেগেছে।
এমনিতেই স্বপ্না একজন দক্ষ নৃত্যশিল্পী। তাঁর নাচ দেখার জন্য দর্শকরা অপেক্ষা করে থাকে। অপেরা দলে নাচ করে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু খুব শীঘ্রই নাচের দক্ষতার কারণে তাঁর জনপ্রিয়তা আঞ্চলিক গন্ডির সীমা ছাড়িয়ে গিয়েছে।
২০২০ সালে জনপ্রিয় ভোজপুরি গায়ক বীর সাহুকে (Veer Sahu) বিয়ের করার পরেও তাঁর জনপ্রিয়তায় কোনো ভাঁটা পড়েনি। পুরোনো ভিডিওগুলিও আবার নতুন করে ভাইরাল হয়ে যাই নিমেষে। অন্যান্য আঞ্চলিক ভাষার সাথে সাথে বর্তমানে স্বপ্নার দৌলতে হরিনাভি গানও বেশ জনপ্রিয়তা পাচ্ছে। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন সেই জনপ্রিয়তা বাড়ছে বই কমছে না।