
হরিয়ানার ‘হটবম্ব’ স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) নিজের রাজ্যের পাশাপাশি সমগ্র ভারতবর্ষেই বেশ জনপ্রিয়। নেটদুনিয়ায় হামেশাই স্বপ্নার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে থাকে। তিনি মূলত বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চে দুর্দান্ত নাচের পারফরম্যান্স করে থাকেন। সেই সব ভিডিও ক্যামেরাবন্দী হয়ে নেটদুনিয়ায় পোস্ট হলে সমানভাবে ভাইরাল হয়ে যায়। তিনি ‘সলিড বডি রাই’ (Solid Body Rai) নামক এক হরিয়ানভি মিউজিক ভিডিওর মাধ্যমে প্রথম পরিচিতি লাভ করেন। এরপরে তিনি একাধিক হরিয়ানভি মিউজিক ভিডিওতে কাজ করেছেন।
হরিয়ানা বিনোদন জগত ছাড়া বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও স্বপ্না বেশ কিছু কাজ করেছেন। ‘এক তু এক ম্যায়’, ‘জার্নি অফ হাংওভার’, ‘দোস্তি কে সাইড এফেক্টস’, ‘নানু কি জানু’, ‘ভিরে দি ওয়েডিং’ প্রভৃতি সিনেমায় তাঁকে দেখা গিয়েছে। স্বপ্না ২০১৭ সালে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১১তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, এই শোয়ের মাধ্যমে তিনি আরো জনপ্রিয়তা অর্জন করেন। পর্দা ও মঞ্চ ছাড়া নেট দুনিয়াতেও ব্যক্তিগতভাবে স্বপ্না বেশ জনপ্রিয়। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা ৪.৯ মিলিয়ন।
সম্প্রতি ইউটিউবে স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) তেমনভাবেই এক নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। এই ভিডিওতে তিনি হরিয়ানভি গান ‘কোই ম্যানে বাচা লো রে’-এর (Patli Kamar) সাথে নাচ পরিবেশন করেছেন। লাল রঙের পাটিয়ালা ও কুর্তি পরে স্বপ্নার হটনেস ও যৌবন ভিডিওতে যেন উপচে পড়েছে। চুলে বিনুনি করে কানে ঝুমকো দুল ও মানানসই মেকআপে তাঁর সৌন্দর্য্য নেটিজেনদের মুগ্ধ করেছে। প্রকাশ্য মঞ্চে গানের তালে তালে স্বপ্নার তুমুল শরীরি হিল্লোল ও কোমরের ঠুমকা নেটিজেনদের ঘাম ছুটিয়ে দিয়েছে। এই নাচের ভিডিও ইতিমধ্যেই ১৩ হাজারেরও বেশি মানুষ দেখে নিয়েছেন। ভিডিওতে ভক্তদের উন্মাদনা ও স্বপ্নার নাচ দেখে টাকার বৃষ্টি হতেও দেখা গিয়েছে।