
নেট দুনিয়ায় আবারও ভাইরাল হয়েছে প্রকাশ্য মঞ্চে স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) উদ্দাম এক নাচের ভিডিও। হরিয়ানা রাজ্যের স্বপ্না দীর্ঘ কয়েক বছর ধরেই ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় এক মুখ। তিনি মূলত নিজের নাচের মাধ্যমে এই পরিচিতি লাভ করেছেন। নেটদুনিয়ায় হামেশাই বিভিন্ন অনুষ্ঠানের প্রকাশ্য মঞ্চে স্বপ্নার বোল্ড নাচের ভিডিও ভাইরাল হয়ে থাকে। তিনি বলিউডের ‘এক তু এক ম্যায়’, ‘জার্নি অফ হাংওভার’, ‘দোস্তি কে সাইড এফেক্টস’, ‘নানু কি জানু’, ‘ভিরে দি ওয়েডিং’ প্রভৃতি সিনেমায় কাজ করেছেন। তিনি ২০১৭ সালে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১১তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, এই শোয়ের মাধ্যমে তিনি আরো জনপ্রিয়তা লাভ করেন।
Advertisement
আরও পড়ুন

খোলা আকাশের নীচে আম্রপালির সঙ্গে উদ্দাম রোম্যান্সে মাতলেন নিরহুয়া, ভাইরাল ভোজপুরি গানের ভিডিও

দাদাগিরির ফাইনালে ‘সোহাগ চাঁদ’ গানে স্ত্রী ডোনার সঙ্গে তুমুল নাচ সৌরভ গাঙ্গুলীর, ভাইরাল ভিডিও

কাঁধ থেকে খসে পড়ছে শাড়ি, ৯০ দশকের সুপারহিট গানে উদ্দাম নাচ স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও

গ্ৰাম্য পরিবেশে ‘টাপা টিনি’ গানের তালে অসাধারণ নাচ পাঁচ সুন্দরী যুবতীর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

আম্রপালির হট মুভে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন ভোজপুরি সুপারস্টার নিরহুয়া, ভাইরাল ভিডিও

ভরা স্টেজে দুর্দান্ত বেলি ড্যান্স করে তাক লাগালেন ‘হটবম্ব’ নোরা ফাতেহি, তুমুল ভাইরাল ভিডিও