
বর্তমান সময়ে নেটিজেনদের কাছে সেন্সেশন এর অপর নাম হল স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। তাঁর অসামান্য নৃত্য ভঙ্গিমায় মজে আছেন ভারতের হাজার হাজার দর্শক। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন অসামান্য নৃত্যশিল্পী এ কথা হয়তো আজ কারোরই অজানা নয়। সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে তাঁর অজস্র ফ্যান ফলোয়ার্স। এহেন একজন জনপ্রিয় অভিনেত্রী তথা নৃত্যশিল্পী সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে সক্রিয়। তিনি তাঁর অনুরাগীদের জন্য মাঝেমধ্যে বিভিন্ন রকমের ছবি এবং ভিডিও শেয়ার করেন। নতুন প্রজন্ম তাঁর নাচ দেখতে খুবই পছন্দ করেন। সম্প্রতি নেটদুনিয়ায় স্বপ্না চৌধুরীর আবার ও একটি নাচের ভিডিও (Dance Video) ব্যাপক পরিমাণে আলোড়ন ফেলেছে।
সোশ্যাল মিডিয়ায় স্বপ্না চৌধুরীর যেকোন পোষ্ট একবার আপলোড হওয়ার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে তাঁর ফ্যান ফলোয়ার্স চোখে পড়ার মতো। সম্প্রতি ‘সোনোটেক রাগনি’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে স্বপ্না চৌধুরীর নাচের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। বলাবাহুল্য ভিডিওটি শেয়ার করার সাথে সাথেই তা ব্যাপকভাবে ভাইরাল (Viral) হয়েছে। ইতিমধ্যেই তাঁর এই নাচের ভিডিওর কমেন্ট বক্সে ইতিবাচক মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে মঞ্চে টুকটুকে লাল রঙের সালোয়ার সুটে স্বপ্না চৌধুরীকে অত্যন্ত সুন্দরী দেখতে লাগছে। ‘তু চিজ লাজাবাব,তেরা কই না জাবাব’ এই গানের তালে মঞ্চ মাতাতে দেখা গেছে স্বপ্না চৌধুরীকে। প্রত্যেকবারের মতো এবারও তিনি তাঁর নৃত্যের মাধ্যমে ঝড় তুলেছেন মঞ্চে। ইতিমধ্যে অনেকেই তাঁর এই নাচের ভিডিও দেখে প্রশংসা করতে শুরু করেছেন। প্রসঙ্গত স্বপ্না চৌধুরীর এই নাচের ভিডিও প্রায় তিন বছর আগের পুরোনো কিন্তু বর্তমানে ভিডিওটি ৩ কোটি ভিউ পেয়ে গেছে। এছাড়া অনেকেই ভিডিওটি শেয়ার এবং লাইক করেছেন। আপাতত ২ মিনিট ৪৩ সেকেন্ডের এই ভিডিও নেটমাধ্যম তোলপাড় করে বেড়াচ্ছে।