
Sapna Choudhary ভারতবর্ষের বিনোদনের জগতে স্বপ্না চৌধুরী এক অত্যন্ত জনপ্রিয় মুখ। হরিয়ানা রাজ্যের বাসিন্দা স্বপ্না দীর্ঘ কয়েক বছর ধরেই ভারতবাসীর মন জয় করে রেখেছেন। স্বপ্না মূলত নিজের নাচের জন্যই পরিচিতি লাভ করেছেন। তাঁর হটনেস ও যৌবনই সকলের কাছে তাঁকে জনপ্রিয় করে তুলেছে। স্বপ্না মাত্র ১৪ বছর বয়সেই বাবার মৃত্যুর পরে অর্থ উপার্জনের জন্য বিনোদন জগতে প্রবেশ করেছিলেন। তিনি হরিয়ানার ‘রাগনি’ (Ragni) শিল্পীদের এক দলে যোগদান করেন এবং তাঁদের সাথে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে পারফর্ম করতেন। পরবর্তী সময়ে স্বপ্না ‘সলিড বডি রাই’ (Solid Body Rai) নামক এক হরিয়ানভি মিউজিক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিলেন। স্বপ্না বলিউডের ‘এক তু এক ম্যায়’, ‘জার্নি অফ হাংওভার’, ‘দোস্তি কে সাইড এফেক্টস’, ‘নানু কি জানু’, ‘ভিরে দি ওয়েডিং’ প্রভৃতি সিনেমায় কাজ করেছেন। তিনি ২০১৭ সালে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১১তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, এই শোয়ের মাধ্যমে তিনি আরো পরিচিত হয়ে ওঠেন।
বর্তমান সময়ে দাঁড়িয়ে ইন্টারনেটের মাধ্যমে সবকিছুই এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। বেশিরভাগ মানুষই বিনোদনের মাধ্যম হিসেবে এখন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে থাকেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) যেন আরো জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়, তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ৪.৮ মিলিয়ন মানুষ ফলো করেন। স্বপ্না নিজে কোনো ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করলে তা যে খুব কম সময়ে ভাইরাল হয়ে যায় একথা বলাই বাহুল্য। পাশাপাশি অন্য কেউ স্বপ্নার কোনো ভিডিও পোস্ট করলে সেই ভিডিও-ও ভাইরাল হতে বেশি সময় নেয় না। সম্প্রতি তেমনভাবেই সোশ্যাল মিডিয়ার অন্যতম প্ল্যাটফর্ম ইউটিউবে স্বপ্নার এক পুরনো নাচের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।
স্বপ্নার এই ভিডিও কোনো লাইভ অনুষ্ঠান চলাকালীন রেকর্ড করা হয়েছে। ভিডিওতে মঞ্চের সামনে দর্শকাসনে প্রচুর মানুষকে বসে থাকতে দেখা গিয়েছে। এই অনুষ্ঠানে স্বপ্না হলুদ রঙের সালোয়ার-কামিজ পরে ওড়না নিয়ে মানানসই হালকা গয়নায় সেজেছিলেন। মঞ্চে তিনি ‘রসগুল্লা খাউয়া দে মেরে ইয়ার’ গানের সঙ্গে দুর্দান্ত ভঙ্গিমায় নেচেছেন। ভিডিওতে স্বপ্নার যৌন আবেদনময়ী শরীরি বিভঙ্গ ও দক্ষ মুভমেন্টস সকলকে মুগ্ধ করেছে। তাঁর মুখ-চোখের এক্সপ্রেশন ও কোমরের ঠুমকা নেটিজেনদের ঘাম ছুটিয়েছে। লাইভ অনুষ্ঠানে স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) এই নাচের ভিডিওর ভিউজ সংখ্যা ইতিমধ্যেই ২ লাখ ৬২ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে, কমেন্ট বক্সে নেটিজেনরা স্বপ্নার নাচের ব্যাপক প্রশংসা করেছেন।