
পাঞ্জাবি গানে নাচ করে স্টেজ কাঁপিয়ে দিলেন জনপ্রিয় হরিয়ানভি শিল্পী স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। স্টেজে উপস্থিত দর্শকদের সাথে নেটিজেনরাও সমানভাবে উপভোগ করেছেন তাঁর নাচ। স্বপ্না বিখ্যাত অভিনেত্রীর পাশাপাশি একজন নৃত্যশিল্পীও। তাঁর নাচের ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকরা। তাঁর শেয়ার করা নাচের ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটির ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি।
‘সোনোটেক পাঞ্জাবি’ (Sonotek Punjabi) নামে ইউটিউব চ্যানেল থেকে বেশ কিছু বছর আগে শেয়ার করা হয়েছিল ভিডিওটি। স্বপ্নার জনপ্রিয়তার কারণে আবার করে ভাইরাল হয়েছে ভিডিওটি। স্থানীয় কোনো খোলা মাঠে তাঁর জন্য আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। তাঁকে দেখার জন্য দর্শকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। কালো এবং স্কিন রঙের সালোয়ার কামিজ এবং তার সাথে মানানসই গয়না ও মেকাপে বেশ আকর্ষণীয় লেগেছে স্বপ্নাকে। তাঁর কোমরের তালে সেখানে উপস্থিত প্রতিটা দর্শক মজেছেন। হরিয়ানভি গায়ক ভিনু গৌরের (Vinu Gaur) গাওয়া ‘ঠেকে আলি গালি’ (Theke Aali Gali ) গানে নাচ করে স্টেজ মাতিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে ১০ কোটির বেশি মানুষ ভিডিওটিকে দেখেছেন।
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় স্বপ্না। তাঁর ফ্যান ফলোয়িং সংখ্যাও বেশ ঈর্ষণীয়। ক্যারিয়ারের শুরুতে একটি অপেরা দলের হয়ে পারফর্ম করতেন তিনি। ধীরে ধীরে তাঁর নৃত্যদক্ষতা ছাড়িয়ে গিয়েছে আঞ্চলিক সীমানা। বর্তমানে সব জায়গাতেই তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। প্রিয় শিল্পীর পুরোনো নাচের ভিডিও দেখে অনুরাগীরা কমেন্টবক্সে প্রশংসা করেছেন। বিখ্যাত গায়ক বীর সাহুকে (Veer Sahu) বিয়ে করে বর্তমানে তিনি সংসারী হলেও তাঁর জনপ্রিয়তায় এখনো ভাঁটা পড়েনি। পুরোনো ভিডিওতে নতুন করে লাইক এবং কমেন্টের পরিসংখ্যান সেই কথাই প্রমান করছে।