পায়নি যোগ্য সম্মান, গাঁটছড়া ধারাবাহিক ছাড়তে বাধ্য হয়েছি, মুখ খুললেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল

‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিক বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় এক ধারাবাহিক। স্টার জলসার এই ধারাবাহিক প্রথম থেকেই টিআরপি তালিকায় ভালো ফলাফল করে এসেছে, সাম্প্রতিক টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক প্রথম স্থান অর্জন করে নিয়েছে। ‘গাঁটছড়া’-র এক অন্যতম চরিত্র ‘কিয়ারা’, সিংহ রায় পরিবারের মেয়ের এই চরিত্রে অভিনয় করছিলেন ছোট পর্দার পরিচিত মুখ সঞ্চারী মন্ডল (Sanchari Mondal)। তবে হঠাৎ করেই অভিনেত্রী ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে।
এক সাক্ষাৎকারে সঞ্চারী জানিয়েছেন,”আমি কিন্তু বাধ্য হয়ে গাঁটছড়া থেকে সরে দাঁড়িয়েছি। এরপর প্রশ্ন উঠবে কেন? আমার বিশ্বাস ছিল আমার দর্শকরা এটা নিয়ে প্রশ্ন করবে। আমি দর্শকদের নিরাশ করতে চাইনি। আমি অভিনেত্রী তো বটেই তবে মানুষও তো! কিছু কিছু জিনিস বা সত্ত্বা থাকে যেটাকে আঘাত দিয়ে বা কোনওকিছুকে মেনে নিয়েও টিকে যাওয়াটা আমাদের জন্য দুষ্কর হয়ে উঠে। যারা পারে তারা সত্যি ট্যালেন্টেড, আমার মধ্যে ওই ট্যালেন্ট নেই।” এর সাথেই তিনি আরো বলেন,”কেন আমি গাঁটছড়া ছাড়তে বাধ্য হলাম সেটা আমার মধ্যেই থাক। কারণ প্রত্যেকটা প্রোজেক্ট একটা সংসারের মতো হয়। প্রত্যেক সংসারে ঝগড়া, ঝামেলা লেগেই থাকেই। অনেকে সেই সংসার থেকে আলাদা থাকতে শুরু করে। কিন্তু সংসারটা খুব ব্যক্তিগত জায়গা, সেই ঝামেলার কথাটা সবার সামনে বলা যায় না। এক্ষেত্রেও আমি সেটাই বলব ওই কারণটা আমার মধ্যেই থাকুক।”
নেট দুনিয়ায় বিভিন্ন জন সঞ্চারীর ‘গাঁটছড়া’ ছেড়ে দেওয়ার বিভিন্ন কারণ নিজের মতো করে ভেবে প্রকাশ করেছেন। এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন,”একটা কাজ কিন্তু আমি শখে ছেড়ে আসেনি। কিছু জায়গায় লোকে সোশ্যাল মিডিয়ায় বলেছে আমি ঘুরতে গিয়েছে বলে কাজ ছেড়ে দিয়েছি। এইরকম কিন্তু নয়। আমি শখ-শৌখিনতার জন্য কাজ ছেড়ে আসেনি। আমি অনেক লড়াই করে এই জায়গাটায় এসেছি, সেটা শখের জন্য ছেড়ে আসা যায় না।” তবে সঞ্চারী খুব তাড়াতাড়ি অন্য কোনো কাজের মাধ্যমে আবার ফিরে আসবেন বলে জানিয়েছেন, তিনি বলেছেন,”আমি এমন জায়গায় কাজ করব যেখানে সম্মান আর আনন্দ দুটোই থাকবে।” বর্তমানে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে সঞ্চারীর পরিবর্তে ‘কিয়ারা-র ভূমিকায় অভিনয় করছেন অঙ্কুশ্রী মাইতি।