নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম সইফ কন্যা সারা আলি খান, অভিনেত্রীর হটনেসে কুপোকাত নেটিজেনরা

সারা আলি খান (Sara Ali Khan ) বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন। জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান (Saif Ali Khan) ও অভিনেত্রী অমৃতা সিংয়ের (Amrita Singh) বড় মেয়ে সারা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের পর থেকেই তিনি নিজের অভিনয় ও সৌন্দর্য্যের মাধ্যমে দেশবাসীর মনে জায়গা করে নিয়েছেন। ২০১৮ সালে ‘কেদারনাথ’ (Kedarnath) সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। একই সালে সারা অভিনীত সিনেমা ‘সিম্বা’-ও (Simmba) মুক্তি পায়।
View this post on Instagram
এই দুই সিনেমাই বেশ সাফল্য লাভ করে এবং তিনি ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল ডেবিউ’ (Filmfare Award for Best Female Debut) অর্জন করেন। এরপরে সারা ২০২০ সালে ‘লাভ আজ কাল’ (Love Aaj Kal), ‘কুলি নং ওয়ান’ (Coolie No. 1) ও ২০২১ সালে ‘অতরঙ্গি রে’ (Atrangi Re) সিনেমায় কাজ করেন। অক্ষয় কুমার (Akshay Kumar) ও ধনুষের (Dhanush) সাথে ‘অতরঙ্গি রে’ সিনেমায় সারার অভিনয় দর্শকদের মন জয় করে নিয়ে তুমুল প্রশংসিত হয়েছিল। পর্দার বাইরে নেটদুনিয়াতেও সারা সমানভাবে জনপ্রিয়।
View this post on Instagram
ইনস্টাগ্রামে সারা আলি খানের (Sara Ali Khan) অফিশিয়াল অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা ৪০.২ মিলিয়ন। সোশ্যাল মিডিয়া ও পাপারাৎজিদের ক্যামেরায় বেশিরভাগ সময়েই তাঁকে সহজ-সরল ও সাধারণ ভাবেই দেখা যায়। তবে সম্প্রতি তাঁর এক বোল্ড অবতারের ছবি ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। সারার নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ছবিতে তিনি মাল্টিকালার্ড টাই-ডাই প্রিন্টের বিকিনি পরে পোজ দিয়েছেন। সুইমিংপুলের নীল জলে এই পোশাকে খোলা চুলে হালকা মেকআপে সারার মোহময়ী চোখের চাউনি নেটিজেনদের ঘায়েল করেছে। তাঁর নির্মেদ শরীরের বোল্ডনেস ও হটনেস নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পোস্ট করার কিছু সময়ের মধ্যেই এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়, ইতিমধ্যেই ১২ লাখেরও বেশি মানুষ এই ছবিটি লাইক করেছেন। কমেন্ট বক্সে সারার অনুরাগীরা তাঁর অপরূপ সৌন্দর্য্য ও বোল্ড এই লুকের ভূয়সী প্রশংসা করেছেন।