দেশপ্রেমের গান গেয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা! কেকে বিতর্কে ফের অশ্লীল কটাক্ষের শিকার রূপঙ্কর বাগচী

কেকে (KK) বিতর্ক পিছু ছাড়ছে না গায়ক রূপঙ্কর বাগচীকে (Rupankar Bagchi)। সম্প্রতি তাঁর একটি অ্যালবামকে কেন্দ্র করে নতুন করে নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন গায়ক।
ভারত সরকারের অর্থমন্ত্রকের হয়ে সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে গান গেয়েছেন শিল্পীরা। তাঁদের মধ্যে অন্যতম হলেন রূপঙ্কর। এই এলবামে তাঁকে সঙ্গ দিয়েছেন সোনু নিগম (Sonu Nigam), সুরেশ ওয়াদেকার (Suresh Wadkar) প্রমুখ। কেকের মতো শিল্পীকে অপমান করার পরে এই রকম দেশপ্রেমের গান গেয়ে মানুষের মন জয়ের বৃথা চেষ্টা করছেন বলে নেটিজেনরা কটাক্ষ করেছেন গায়ককে। প্রসঙ্গত উল্লেখ্য যে সদ্যপ্রয়াত গায়ক কেকের কলকাতায় শো করা নিয়ে কলকাতাবাসীর উন্মাদনাকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন গায়ক। রূপঙ্করের এই মন্তব্যে নেটিজেনরা বেশ ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। এর পরে কেকের মৃত্যু যেন তাতে ঘি ঢেলে দিয়েছিল।
রূপঙ্কর এখন পেশাদার জগতে কার্যত একঘরে হয়ে গিয়েছেন। গানের পাশাপাশি বেশ কিছু বাংলা ওয়েব সিরিজ এবং সিনেমায় অভিনয় করছিলেন। বর্তমানে কোথাও তাঁর ঠাঁই হচ্ছে না । এমনকি বেশ কিছু জায়গায় রীতিমতো ব্যান করে দেওয়া হয়েছে তাঁর গান। ভারত সরকারের এই প্রচেষ্টার মধ্যে দিয়ে আবার নতুন করে পেশাদার জগতে ফিরে আসার চেষ্টা করছিলেন। কিন্তু কেকের স্মৃতি মানুষের মন থেকে মুছে যায়নি। তেমনি মানুষ এখনো ভুলতে পারেনি কেকেকে নিয়ে তাঁর মন্তব্যকে। তাই গায়ক কিংবা অভিনেতা রূপঙ্কর কাউকেই আর পছন্দ করেছেন না মানুষ। নিজের মন্তব্যের পরে নেটদুনিয়ার কড়া সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। তার পর পরে দিয়েই এক বিবৃতি দিয়ে তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু তাতেও নিজের হারানো জায়গা এখনো পর্যন্ত ফিরে পাননি তিনি। বরং নতুন করে বিদ্রুপের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে।