‘KK-র থেকে আমি ভালো গান গাই’! বিস্ফোরক মন্তব্য করে নেটিজেনদের অশ্লীল কটাক্ষের শিকার রূপঙ্কর

সদ্য প্রয়াত সংগীতশিল্পী কেকেকে (KK) নিয়ে মন্তব্য করে নেটিজেনদের ক্ষোভের শিকার হলেন সংগীতশিল্পী রূপঙ্কর রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুর খবরের মাঝে এই বিতর্ক যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে সমগ্র সোশ্যাল মিডিয়ায়।
সদ্য লাইভ কনসার্টের জন্য কলকাতায় এসেছিলেন সবার প্রিয় গায়ক কেকে। কলকাতাবাসীর এই নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। যেসব জায়গায় কনসার্ট করেছিলেন সেখানে প্রায় একমাস আগে থেকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। কলকাতার আপামর ফ্যানেরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন লাইভ শো দেখার জন্য। কেকে এলেন, গাইলেন, জয় করলেন। কিন্তু নিজের ঘরে ফেরা আর তাঁর হলোনা। সবাই আপাতত শোকস্তব্ধ প্রিয় গায়কের এই আকস্মিক মৃত্যুতে।
কেকের মৃত্যুর পাশাপাশি যে খবর নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সরগরম তা হলো বাংলার অন্যতম জনপ্রিয় শিল্পী রূপঙ্করের মন্তব্যকে ঘিরে। বলিউডের বিখ্যাত এই গায়ককে নিয়ে উন্মাদনা প্রসঙ্গে মুখ খুলেছিলেন রূপঙ্কর। তিনি দাবি করেছেন যে বাংলার শিল্পীরা কেকের থেকেও ভালো গান করেন। কিন্তু তাঁদের ঘিরে কলকাতাবাসীর সেরকম উত্তেজনা দেখতে পাওয়া যায়না। তিনি আরো বলেছেন যে নিঃসন্দেহে কেকে একজন দারুন শিল্পী। কিন্তু তাঁর চেয়ে ভালো গান গাওয়ার ক্ষমতা রাখে বাংলার শিল্পীরা। তাঁদের কনসার্ট ঘিরে কলকাতাবাসীর এতো উন্মাদনা দেখতে পাওয়া যায়না বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
বাঙালি হয়ে বাংলার শিল্পীদের নিয়ে মাতামাতি করার আর্জি জানিয়েছেন তিনি। উদাহরণস্বরূপ ওড়িশা ,পাঞ্জাব ,দক্ষিণের ইন্ডাস্ট্রির উদাহরণ টেনে এনেছেন। বেশ কিছুদিন আগে কাজ পাচ্ছিলেন না বলে রূপঙ্করকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বিতর্কের সূচনা হয়েছিল। কিন্তু এইবারের বির্তক সহজে থামবে না। কেকের মৃত্যু যেন আগুনে ঘিয়ের কাজ করে গেলো।