
রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। বেশ কয়েক বছর ধরে তাঁর গাওয়া গান আর সেইভাবে পরিচিতি লাভ করেনি। তবে সম্প্রতি একদম অন্য এক কারণে রূপঙ্কর খবরের শিরোনামে উঠে এসেছেন। এই কথা সকলেরই জানা যে গত ৩০ মে ও ৩১ মে বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে (KK) কলকাতার নজরুল মঞ্চে দুই কলেজের অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন। আর সেই নিয়ে সারা কলকাতা জুড়ে উন্মাদনা ছিল তুঙ্গে।
সেই বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছিলেন রূপঙ্কর বাগচী। তিনি জোর গলায় বাংলার আরো কয়েকজন উল্লেখযোগ্য সঙ্গীতশিল্পীর নাম দিয়ে দাবি জানান তাঁরা কেকে-র থেকে অনেক ভালো গান গেয়ে থাকেন অথচ তাঁদের শো-কে কেন্দ্র করে এই ধরণের উন্মাদনা কোনো সময় দেখা যায় না। এমন কী তিনি তাঁর ভিডিওতে চিৎকার করে বলেন,”হু ইজ কেকে? (Who is KK)” আর এই ভিডিও পোস্ট হওয়ার পরেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে যায়। রূপঙ্করকে কেকে-র ভক্তবৃন্দ তথা নেটিজেনরা রীতিমতো তুলোধোনা করতে শুরু করেন। রূপঙ্করের বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনা ও ট্রোলিংয়ের ঝড় বয়ে যায়। আর রূপঙ্করের এই ভিডিও পোস্ট করার কিছু সময়ের মধ্যেই কেকে আকস্মিকভাবে পারফরম্যান্স চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ও কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। গত ৩১ মে এই ঘটনা ঘটার পর থেকেই রূপঙ্করের প্রতি আক্রমণের মাত্রা অনেক বেড়ে যায়।
বিভিন্ন বিষয় তুলে ধরে নেটদুনিয়ায় ক্রমাগত রূপঙ্করের নিন্দা চলছে। এর মাঝেই রানু মন্ডলের (Ranu Mondal) সঙ্গে তাঁর গান গাওয়ার এক পুরনো ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওতে কোনো এক স্টুডিওতে বসে রানুকে ‘ইয়ে লড়কা হায় আল্লা’ গান গাইতে ও তাঁর সাথে রূপঙ্করকে গিটার বাজাতে ও গলা মেলাতে দেখা গিয়েছে। এর সাথেই রূপঙ্কর রানুর সঙ্গে এক অনুষ্ঠানে থাকতে পেরে তাঁর ভালো লাগা পেশ করেন ও জানান যে রানু বলেন রূপঙ্করকে বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহের মতো দেখতে। রানুর সাথে রূপঙ্করের এই ভিডিও দেখে নেটিজেনরা এবারে মন্তব্য করতে শুরু করেছেন যিনি রানুর সঙ্গে পারফর্ম করেন তাঁর অন্য শিল্পীর গান নিয়ে কোনো কথা বলাই উচিত নয়। এক কথায় রূপঙ্কর এখন নেটিজেনদের কাছে ‘ভিলেন’-এ পরিণত হয়ে গিয়েছেন।