ওম পুরীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে সাহসিকতার চূড়ান্ত সীমা অতিক্রম করেছেন রেখা, ভুলেও পরিবারের সামনে ক্লিক করবেন না

বলি ডিভা রেখার (Rekha) সাথে অভিনেতা ওমপুরীর (Om Puri) একটি সাহসী দৃশ্য প্রকাশ্যে আসার সাথে সাথে তা ভাইরাল হয়ে গিয়েছে । ছবিটা দেখার পরে অনেকেরই মনে ধারণা হয়েছে এই দৃশ্যই রেখার আজীবন কুমারী থাকার আসল কারণ।
১৯৯৭ সালে বাসু ভট্টাচার্য্য (Basu Bhattacharya) পরিচালিত ‘আস্থা: ইন দ্যা প্রিজন অফ স্প্রিং’ (Aastha: In the Prison of Spring) সিনেমায় ওমপুরী এবং রেখার বেশ কিছু সাহসী দৃশ্য ছিল। পরবর্তীকালে সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে নানা গুঞ্জনের সূত্রপাতও ঘটিয়েছিল। বিতর্কিত এই সিনেমায় রেখা একজন পতিতার ভূমিকায় অভিনয় করেছিলেন আর ওম পুরি তাঁর স্বামীর চরিত্রে। এই ছবিতে তাঁদের অভিনয় দর্শকরা বেশ প্রশংসাই করেছিল। কিন্তু সাথে সাথে জন্ম দিয়েছিল অনেক বিতর্কেরও। বলিউডে বর্তমানে তেমনভাবে রেখাকে অভিনয় করতে দেখা না গেলেও পুরোনো যুগের হিন্দি সিনেমার অন্যতম গ্ল্যামারাস নায়িকা ছিলেন রেখা। অভিনয় জীবনে চূড়ান্ত সাফল্য পেলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের অন্ত নেই। বিবাহিত হওয়া সত্ত্বেও একসময় বিগ বি অমিতাভ বচ্চনের সাথে তাঁর সম্পর্ক নিয়ে উত্তাল হয়েছিল বলি পাড়া।
অনেক সফল অভিনেতার সাথে অভিনয় করলেও রেখা-অমিতাভ জুটি সেই সময়কার এক অন্যতম জনপ্রিয় জুটিতে পরিণত হয়েছিল। তবে সব বিতর্ককে পাশে সরিয়ে রেখে নিজের রূপের ছটায় আজও অমলিন এই এভারগ্রিন নায়িকা। অন্যদিকে ভিলেনের চরিত্রে অভিনয় করে বলিউডে আলাদা জায়গা করে নিয়েছিলেন ওমপুরী। এহেন দুই জুটির এইরকম সাহসী দৃশ্যের সাথে তাঁদের অভিনীত বাকি সিনেমার চরিত্রদের যেন খাপ খাওয়াতে পারছেন না দর্শক। তবে বলিউডে এইরকম দৃশ্যে অভিনয় করার ঘটনা প্রথমবার প্রকাশ্যে এসেছে তা নয়।