
ভোজপুরি কনটেন্ট (Bhojpuri Content) বর্তমান সময়ে সারা দেশ জুড়ে ধীরে ধীরে ব্যাপক পসার জমিয়ে নিয়েছে। ভোজপুরি সিনেমা ও বিভিন্ন মিউজিক ভিডিও সমগ্র দেশের দর্শকেরা এখন তারিয়ে তারিয়ে উপভোগ করে থাকেন। এই কথা আর কারোরই অজানা নয় যে শুধুমাত্র বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, অন্যান্য রাজ্যের বিভিন্ন ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রির কনটেন্টও এখন জনপ্রিয়তা লাভ করে।
নেটিজেনদের এক বড়ো অংশ যে অ্যাডাল্ট কনটেন্ট দেখতে পছন্দ করে তা অনস্বীকার্য। অন্যান্য ভাষার বিনোদন জগতের তুলনায় ভোজপুরি বিনোদন জগতে এই ধরণের কনটেন্ট অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়, যার ফলে ভোজপুরি কনটেন্ট অধিক জনপ্রিয়তা লাভ করে। এই সময়ে দাঁড়িয়ে নেট দুনিয়ায় বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিও হামেশাই ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি ইউটিউবে তেমনই এক পুরনো ভোজপুরি মিউজিক ভিডিও নতুন করে ভাইরাল হয়ে গিয়েছে।
‘লাভ অউর রাজনীতি’ (Love Aur Rajneeti) নামক ভোজপুরি সিনেমার ‘লাগা লে তু অঙ্গ সজনা’ (Lagale Tu Ang Sajna) গানের এই ভিডিওতে জনপ্রিয় ভোজপুরি তারকা রবি কিষান (Ravi Kishan) ও অঞ্জনা সিংয়ের (Anjana Singh) দেখা মিলেছে। এই দুই তারকার জমজমাট রসায়ন নেটিজেনদের মন জয় করে নিয়েছে। বেডরুম থেকে বাথরুম, সর্বত্রই রবি ও অঞ্জনা তুমুল রোম্যান্সে মজেছেন। তাঁদের রোম্যান্স ছাড়াও অঞ্জনা এই ভিডিওর অন্যতম মূল আকর্ষণ। তাঁর হটনেস ও উপচে পড়া যৌবন নেটিজেনদের ঘাম ছুটিয়ে দিয়েছে। এই ভিডিওর একাধিক খোলামেলা ঘনিষ্ঠ দৃশ্য নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই ভিডিওর ভিউজ সংখ্যা ১০ মিলিয়নের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। হর্ষ আনন্দ (Harsh Anand) পরিচালিত ভোজপুরি সিনেমার এই গানের রচয়িতা ও সুরকার অ্যাডি সিং (Addy Singh)। জনপ্রিয় এই গান ও তার ভিডিও ইউটিউবে পোস্ট হওয়ার ৬ বছর পরেও এখনও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে।