
দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এক অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত নায়িকা রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। বেশিরভাগ সময় তিনি তেলেগু ও কন্নড় ভাষার সিনেমাতেই অভিনয় করেন। রশ্মিকা ২০১৬ সালে ‘কিরকি পার্টি’ (কানাড়া) সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। রশ্মিকার ঝুলিতে ভিন্ন ভাষার বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা রয়েছে, যেমন- ‘অঞ্জলি পুত্র’ (কানাড়া), ‘চমক’ (কানাড়া), ‘গীত গোবিন্দম’ (তেলেগু), ‘ডিয়ার কমরেড’ (তেলেগু), ‘ভীষ্ম’ (তেলেগু), ‘পোগারু’ (কানাড়া), ‘সুলতান’ (তামিল), ‘পুষ্পা: দ্য রাইজ’ (তেলেগু) প্রভৃতি।
দক্ষিণী সিনেমার অভিনেত্রী হলেও তিনি সমগ্র ভারতবর্ষেই প্রবলভাবে জনপ্রিয়। ডাবিং করা সিনেমায় তাঁর অভিনয় দক্ষতা ও সৌন্দর্য্য দেখে সারা দেশ জুড়েই দর্শকরা তাঁর অনুরাগীতে পরিণত হয়েছেন। পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় রশ্মিকা। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ২৯.৮ মিলিয়ন মানুষ ফলো করেন। তাঁর জনপ্রিয়তা এতটাই যে গুগলে ‘ন্যাশনাল ক্রাশ’ লিখে সার্চ করা হলে রশ্মিকার নাম ও ছবি দেখতে পাওয়া যায়।
গত বছর অর্থাৎ ২০২১ সালে শেষের দিকে মুক্তিলাভ করেছিল আল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা অভিনীত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise)। এই সিনেমায় ‘শ্রীভল্লি’ নামক চরিত্রে অভিনয়ের পর থেকেই রশ্মিকার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। এছাড়াও, খুব কম সময়ের তিনি মধ্যেই সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমাতেও তাঁকে দেখা যেতে চলেছে। জানা গিয়েছে বলিউডের আরেক নায়ক বরুণ ধাওয়ানের সঙ্গে এক বিজ্ঞাপনে রশ্মিকা কাজ করেছেন। সম্প্রতি সেইবিষয়ক শ্যুটিংয়ের ফাঁকে রশ্মিকা-বরুণের এক ট্রেন্ডিং গানের সাথে নাচের রিল ভিডিও চরম ভাইরাল হয়েছে।
View this post on Instagram
এইসব ছাড়াও বিনোদন জগতের তারকারা হামেশাই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন। বিশেষত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় এয়ারপোর্টে পাপারাৎজিরা যেন তারকাদের বিভিন্ন ধরণের পোশাক ও লুকের ছবি-ভিডিও ক্যামেরাবন্দী করার জন্য ওঁৎ পেতে থাকেন। কিছু সময় আগে সেইভাবেই রশ্মিকার এক আধুনিক লুকে দেখা গিয়েছে। শীতের সময়ে এয়ারপোর্টে অভিনেত্রী সাদা হুডি, শর্ট ডেনিম হটপ্যান্ট পরে খোলা চুলে গোলাপি টুপি ও মুখে কালো মাস্ক পরে হাজির হয়েছিলেন। তাঁর এই লুক পাপারাৎজিদের করা ভিডিওতে ধরা পড়ার পর খুব কম সময়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তবে শীতকালে রশ্মিকার এমন অনাবৃত পা দেখে নেটিজেনরা বিভিন্ন ধরণের মন্তব্য করতে থাকেন। কেউ কেউ প্রশ্ন করেছেন,’এতো ছোট পোশাকে তাঁর কি ঠান্ডা লাগছে না?’, আবার কেউ লিখেছেন,’একদম ফুটবল প্লেয়ারের মতো দেখতে লাগছে।’