
অনেকদিন পরে খালি গলায় লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গান গেয়ে ভাইরাল হলেন রানু মন্ডল (Ranu Mondal)। ‘পপুলার আপডেটস’ (Popular Updates) নামে ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে তাঁর গাওয়া এই গানটি।
ভাইরাল ভিডিওটিতে ‘দোলন চাঁপা’ (Dolan Chapa ) সিনেমার ‘আমারও তো সাধ ছিল’ (Amaroto Sadh Chilo) গানটি গেয়েছেন এককালের ইউটিউব সেনসেশন রানু মন্ডল। বহুদিন পরে লতাজির গান তাঁর কণ্ঠে শুনতে পেয়ে অনুরাগীরা বেশ খুশি হয়েছেন তা বলাই বাহুল্য। গান গাওয়া যে এখনো ভোলেননি এই ভিডিওটি তার প্রমান দিলো। প্রসঙ্গত উল্লেখ্য লতাজির গাওয়া ‘এক প্যায়ার কে নাগমা হ্যা’(Ek Pyar Ka Nagma Hai) গানটি গেয়েই রানু মন্ডলের উত্থান। জীবিকা নির্বাহের জন্য রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন রানু। একদিন জনৈক এক পথচারী তাঁর গলায় এই গানটিকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। এর পরেই বদলে যায় তাঁর জীবন। সান্নিধ্য পান বিখ্যাত গায়ক এবং সুরকার হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya)। তাঁর হাত ধরেই ঘটে বলিউডে পদার্পন। বেশ কিছু গানের রিয়েলিটি শোতেও তাঁকে অতিথি হিসেবে দেখা গিয়েছিল।
এর পরে জীবনযাত্রতেও এসেছিল আমূল পরিবর্তন। কিন্তু ভাগ্যের ফেরে তাঁর উত্থান যত দ্রুত হয়েছিল পতনও হয়েছিল খুব তাড়াতাড়ি। হটাৎ করে খ্যাতির লাইমলাইটে আসার পরেই আসতে আসতে হারিয়ে যেতে থাকেন বিনোদনের জগৎ থেকে। মাঝে মাঝে কিছু ইউটিউবার তাঁর কাছে যান সাক্ষৎকার নিতে। তাদের মাধ্যমেই জানা যায় বর্তমানে আবার আগের মতোই অর্থকষ্টে রয়েছেন তিনি। তবে সাম্প্রতিক কোনো বিখ্যাত গান প্রায়শই শোনা যায় তাঁর কণ্ঠে। গানের পাশাপাশি কখনো নাচ করে আবার কখনো বেফাঁস মন্তব্য করে সংবাদের শিরোনামে আসেন মাঝে মাঝেই।