
সোশ্যাল মিডিয়ায় (Social Media) যখন কোন ট্রেন্ডিং বিষয়ে কথা হয়, তখন রানাঘাটের রানু মন্ডলকে (Ranu Mondal) কি বাদ দেওয়া যায়! একটা সময়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে হলেও বর্তমানে তিনি লোকচক্ষুর অন্তরালে। কিন্তু তা হলেও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল ভিডিওতে দেখা যায় ‘লতাকন্ঠী’ রানু মন্ডলকে। একটা সময় তাঁর গানে মুগ্ধ হয়েছিলেন বাংলার আপামর জনতা। বর্তমানে মঞ্চে উঠে মাইক হাতে সেভাবে গান না গাইলেও নিজের জীবনকে চুটিয়ে উপভোগ করছেন সকলের প্রিয় রানুদি। আজকাল ইউটিউবারদের দৌলতে মাঝেমধ্যেই বিভিন্ন রকম মজাদার ভিডিওতে রানু মন্ডলকে দেখা যায়। তবে সেই সমস্ত ভিডিওগুলি বেশিরভাগই হাসির খোরাক হয় নেটিজেনদের মধ্যে।
প্রসঙ্গত বিভিন্ন রকম ইউটিউবাররা ভিডিও কনটেন্ট এর খোঁজে মাঝেমধ্যেই রানু মন্ডলের বাড়ি হানা দেন। সম্প্রতি এমনই এক ইউটিউবার হাজির হয়েছিলেন রানুদির বাড়িতে। আর সেখানে একটি মজাদার ভিডিও তৈরি করেন সেই ইউটিউবার। বর্তমানে ‘বেলাশুরু’ (Belashuru) সিনেমার ‘টাপাটিনি’ (Tapa Tini) গানটি একটি ট্রেন্ডিং গানে পরিণত হয়েছে। ছোট থেকে বড় সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই এই গানের উপর ভিডিও এবং নাচের ভিডিও (Dance Video) বানাচ্ছেন। আর ‘টাপাটিনি’ যখন ট্রেন্ডিং তখন রানু মন্ডল কেন পিছনে থাকবেন! এর আগেও বিভিন্ন রকমের ট্রেন্ডিং গানে ইউটিউবারদের সাথে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি আবারও রানু মন্ডলকে কোমর দোলাতে দেখা গেল।
সম্প্রতি ‘টাপাটিনি’ গানটি সোশ্যাল মিডিয়ায় বহুল পরিমাণে ভাইরাল হয়েছে। আর এই দিন এই গানের সাথে ঝুমুর নাচের তালে কোমর দোলাতে দেলাতে দেখা গেল সকলের প্রিয় রানুদিকে। ইউটিউবারের সাথে অসামান্য নেচে রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। তবে এই ভিডিওতে ইউটিউবারের ডান্স পারফরমেন্স দেখার মতো ছিল। তাঁকে দেখে সহজেই অনুমান করা যাচ্ছে তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী। আর তার সাথে মন খুলে নেচেছেন রানু মন্ডল। প্রসঙ্গত ‘আদি ক্রিয়েশন’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ইতিমধ্যে ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে রানু মন্ডল এই নাচের ভিডিও। অজস্র নেটিজেন ইতিমধ্যেই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করছেন।