
সোশ্যাল মিডিয়ায় অনেকদিন পরে ফের ভাইরাল হলো রানু মন্ডলের (Ranu Mondal) ভিডিও। ভাইরাল ভিডিওটিতে এক যুবকের সাথে নাচতে দেখা গিয়েছে তাঁকে।
রানাঘাটের স্টেশনে গান গেয়ে ভিক্ষা করা থেকে বলিউডে গানের এলবাম তৈরির যে জার্নি রানু মন্ডল করেছেন তা যেকোনো সিনেমাকে হার মানাবে। তাঁকে নিয়ে সিনেমা তৈরী পরিকল্পনাও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে তাঁর উত্থান যেমন দ্রুতগতিতে হয়েছে পতনও হয়েছে খুব তাড়াতাড়ি। বর্তমানে আগের মতোই অর্থকষ্টে ভুগছেন তিনি। সম্প্রতি তাঁর কোনো গানের এলবামও রিলিজ হয়নি। তবে গান গাওয়া তিনি বন্ধ করেননি। সাম্প্রতিক কালের যেকোনো গান তাঁর গলায় শোনা গিয়েছে। উঠতি ইউটিউবাররা তাঁকে নিয়ে এখনো ভিডিও করেন। তেমনি একটি ভিডিও নেটদুনিয়ায় দেখতে পাওয়া গিয়েছে। যেখানে লুঙ্গি পড়া একটি ছেলের সাথে ম্যাক্সি পরে নাচছেন এককালের ইউটিউব সেনসেশন রানু। ‘পপুলার আপডেটস’ (Popular Updates) নামে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে কিছুদিন আগে। এর মধ্যে প্রায় দেড় হাজারের বেশি দর্শক ভিডিওটি লাইক করেছেন।
ভিডিওটিতে মাচো গ্যাংয়ের (Macho Gang) গাওয়া ‘লা লা লা লি লা লা’ (la la la li la la la) গানে তাঁকে নাচতে দেখা গিয়েছে। নিছক মজা ছলে যুবকটির সাথে এই গানে নাচছিলেন তিনি। বলিউডের সরস্বতী বলে পরিচিত প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গাওয়া ‘এক প্যায়ার কে নাগমা হ্যা’ (Ek Pyar Ka Nagma Hai) গানটি গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন রানু মন্ডল। এর পরে বিখ্যাত গায়ক এবং সুরকার হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) হাত ধরে বলিউডে পাড়ি দিয়েছিলেন। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল হিমেশের সাথে গাওয়া তাঁর গান ‘তেরি মেরি কাহানি’(Teri Meri Kahani)। গানটি সুপারহিটও হয়েছিল। তবে ভাগ্যের ফেরে এখন সবই অতীত।