
বর্তমানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bhojpuri) জনপ্রিয়তা বলিউড ইন্ডাস্ট্রির সাথে পাল্লা দিয়ে বাড়ছে। আগের তুলনায় উন্নত হয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ড্রাস্টি। আপডেট হয়েছে সব দিক থেকে। তার ফলে জনসাধারণের ভোজপুরি সিনেমার গান দেখার প্রবণতা বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে মাঝেমধ্যেই ভাইরাল হয় ভোজপুরি সিনেমার গানগুলি। আজকাল ইউটিউবে ট্রেন্ডিং তালিকায় থাকে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন রকমের গান। আর সেইসাথে এই ইন্ডাস্ট্রির লাস্যময়ী অভিনেত্রীরা রাতের ঘুম কাড়তে ওস্তাদ। বর্তমানে ভোজপুরি সিনেমার সুপারস্টার খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) এর জনপ্রিয়তা দিনকে দিন বাড়তে থাকছে। একের পর এক ছবিতে অভিনয় করছেন এই অভিনেতা। বিভিন্ন রকমের লাস্যময়ী অভিনেত্রীদের সাথে পর্দায় রোমান্স করতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে।
তবে ভোজপুরি সিনেমার সুপারস্টার এর জনপ্রিয়তা শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তা পাচ্ছে অভিনেতা খেসারি লাল যাদব। খুব অল্প সময়ের মধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের গ্ল্যামার দিয়ে একটি বড় নাম কামিয়ে নিয়েছেন তিনি। আর তাই বর্তমানে ইউটিউবে এই অভিনেতার কোন সিনেমার গান রিলিজ করলেই তা সাথে সাথেই সুপার ভাইরাল হয়। ইতিমধ্যে তাঁর ফ্যান ফলোয়ার্স চোখে পড়ার মতো। এই অভিনেতার প্রত্যেকটি গানের কমেন্ট বক্সে লাখ লাখ নেটিজেন প্রশংসায় ভরা কমেন্ট করেন। সম্প্রতি এই অভিনেতার আরো একটি গান ইউটিউবে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে। ‘মওকা কে লাভ লা পাজা মে দাব লা’ (Bhojpuri Song) মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় সারা ফেলেছে।
এই মিউজিক ভিডিওটিতে অভিনেতা খেসারি লাল যাদব এর সাথে অভিনয় করতে দেখা গেছে ভোজপুরি ইন্ডাস্ট্রির লাস্যময়ী অভিনেত্রী রানি চ্যাটার্জিকে (Rani Chatterjee)। ভোজপুরি সিনেমায় যেরকম খেসারি লাল যাদব এর জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে,অন্যদিকে অভিনেত্রী রানী চ্যাটার্জির ফ্যান ফলোয়ার্স নিতান্ত কম নয়। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তাঁর অগুনতি অনুরাগী। যে কোন সিনেমায় অভিনেত্রীর সেনসেশনাল আবেদনে পাগল হয় অজস্র পুরুষ হৃদয়। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে (Viral Video) অভিনেতা খেসারি লাল যাদব এর সাথে অভিনেত্রী রানী চ্যাটার্জী সেন্সেশনাল স্ক্রীন প্রেজেন্ট ঝড় উঠেছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া এই মিউজিক ভিডিওটিতে অভিনেত্রীকে লেহেঙ্গা পরে দুর্দান্ত ভঙ্গিমায় নাচতে দেখা গেছে।
ইতিমধ্যে ইউটিউবে এই মিউজিক ভিডিওটি (Bhojpuri Music Video) ৩৯ লাখের বেশি ভিউ পেয়ে গেছে। এছাড়া অজস্র মানুষকে ভিডিওটিতে লাইক ,শেয়ার এবং কমেন্ট করছেন। অজস্র নেটিজেন দুই তারকার অসাধারণ রোমান্স দেখে অভিভূত। তাঁদের কেমিস্ট্রির ভূয়শী প্রশংসা করছেন নেটিজেনরা। বলাবাহুল্য এই মিউজিক ভিডিওটিতে দুই সুপারস্টার তারকা’র অনস্ক্রীন রোমান্স খুবই পছন্দ হয়েছে তাঁদের অনুরাগীদের।