
Naina Ganguly নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর দৌলতে ফের খবরের শিরোনামে। ভিডিওটিতে দেখা গেছে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরিচালক রামগোপাল ভার্মাকে (Ramgopal Verma) চুম্বন উপহার দিচ্ছেন এই বাঙালি অভিনেত্রী। পরিচালককেও দেখা গেছে লাল শাড়ি পরিহিতা এই নায়িকার কোমর জড়িয়ে ধরতে। ভিডিওটি নেটদুনিয়ায় ফাঁস হওয়ার সাথে সাথে বেশ সমালোচনার মুখে পড়েছেন এই পরিচালক।
কিছুদিন আগে বেশ ধুমধাম করেই পালন করা হয়েছিল পরিচালক রামগোপাল ভার্মার ষাট বছরের জন্মদিন। ওই জন্মদিনে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বাঙালি অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। এই অভিনেত্রী পরিচালকের সাম্প্রতিক ছবি ‘ডেঞ্জারাস’ ছবির নায়িকা। তবে অনিবার্য কারণবশত এই ছবি মুক্তি স্থগিত হয়ে যায়। রামগোপাল বরাবরই তার সিনেমার জন্য যতটা না চর্চিত তার থেকে বেশি নারীঘটিত কারণে খবরের শিরোনামে থাকেন । এর আগে তার পরিচালিত বহু সিনেমার নায়িকা উর্মিলা মাতোন্ডকার (Urmila Matondkar) -এর সাথে তার সম্পর্ক নিয়ে চর্চার সূত্রপাত হয়েছিল। একসময় তার প্রায় সব কটি সিনেমাতেই নায়িকার ভূমিকায় থাকতেন উর্মিলা। স্বভাবতই এই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তবে পরবর্তীকালে এই সম্পর্কে চিড় ধরে এবং তার পরে তার কোনো ছবিতে উর্মিলাকে নায়িকা হিসেবে দেখা যাই নি। তাই এই নতুন নায়িকাকে তার বক্ষলগ্না হতে দেখে নতুন করে তাদের সম্পর্ক নিয়ে নেট দুনিয়ায় বিতর্কের সূত্রপাত ঘটেছে ।
View this post on Instagram
গত বছরেও তার টুইট করা এক ভিডিওর দৌলতে আবারো বিতর্কের মুখে পড়েছিলেন রামগোপাল। ভিডিওতে দেখানো হয়েছিল মদ্যপ অবস্থায় এক ব্যক্তি একজন ভদ্রমহিলাকে অশ্লীলভাবে চুম্বন করছেন। ওই ব্যক্তির সাথে পরিচালকের চেহারার নিখুঁত মিল খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা। আর তার পরেই শুরু হয় বিতর্ক। তবে পরিচালক এই ঘটনার সত্যতা অস্বীকার করেছেন।