নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

ডিপ কাট নেকের স্বচ্ছ পোশাকে নেটদুনিয়ার উষ্ণতার পারদ বাড়িয়ে দিলেন অভিনেত্রী রকুলপ্রীত সিং (Rakul Preet Singh)। তবে ক্যামেরার সামনে এই পোশাকে বেশ অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। সম্প্রতি একটি ইভেন্টে যোগদান করেছিলেন অভিনেত্রী। সেইখান থেকেই ভাইরাল হয়েছে তাঁর এই ভিডিও। ডিপ কাটের এই লাল রঙের পোশাকে অভিনেত্রীকে এমনিতে যথেষ্ট সুন্দরী লাগছিল।
গর্জিয়াস এই পোশাকের সাথে মিনিমাল মেকাপ সেই সৌন্দর্যকে বহুগুন বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ক্যামেরার মুখোমুখি হতেই বারংবার তাঁকে পোশাক ঠিক করতে দেখা গিয়েছিল। স্পষ্টতই বোঝা যাচ্ছিল পোশাক নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছেন তিনি। কারণ এই পোশাকে তাঁর ক্লিভেজ দেখা যাচ্ছিল। তবে ক্যামেরার সামনে অভিনেত্রীদের এই রকম পোশাক বিভ্রাটের সম্মুখীন হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কয়েকজন অভিনেত্রী এইরকম পরিস্থিতির শিকার হয়েছেন। এর কারণে মাঝে মধ্যে ট্রোলের মুখেও পড়তে হয় তাঁদের। তবে এটিও একধরণের পাবলিসিটির অঙ্গ বলে মনে করছেন নেটিজেনদের একাংশ।
২০১৪ সালে তাঁকে প্রথম দেখতে পাওয়া গিয়েছিল ‘ইয়ারিয়াঁ’ (Yaariyan) সিনেমায়। সিনেমার নায়ক হিমাংশু কোহলির (Himansh Kohli) সাথে তাঁর মিষ্টি কেমিস্ট্রি নিমেষেই দর্শকদের মন জয় করে নিয়েছিল। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। আইয়ারি (Aiyaary), দে দে প্যার দে (De De Pyaar De) সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। চলতি বছরে তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল ‘রানওয়ে ৩৪’ (Runway 34) সিনেমায়। বর্তমানে বেশ কয়েকটি হিন্দি ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। তার মধ্যে অন্যতম হল মিশন সিন্ডেরেলা (Mission Cinderella), ডক্টর জি (Doctor G) প্রভৃতি। হিন্দি ছবির সাথে সাথে চলতি বছরে মুক্তি পাবে তাঁর অভিনীত বেশ কয়েকটি তামিল এবং তেলেগু ছবিও।