Rahul-Rooqma: আর লুকোচুরি নয়, রুকমার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাহুল

রাহুল অরুণোদয় ব্যানার্জী (Rahul Arunoday Banerjee) ও রুকমা রায় (Rooqma Roy) বাংলা ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত দুই তারকা। ব্যক্তিগতভাবে জনপ্রিয় হওয়ার পাশাপাশি রাহুল ও রুকমার জুটি দর্শকমহলের ভীষণ পছন্দের এক জুটি। স্টার জলসার ‘দেশের মাটি’ (Desher Mati) ধারাবাহিকে প্রথম রাহুল ও রুকমা একসাথে কাজ করেছিলেন। দর্শকদের মনে তাঁদের জায়গা তৈরি করে নিতে খুব বেশি সময় লাগেনি।
‘দেশের মাটি’ ধারাবাহিক শেষ হওয়ার পরে রাহুল-রুকমা জুটির ভক্তরা প্রিয় জুটিকে আবার একসাথে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে জি বাংলার নতুন ধারাবাহিক ‘লালকুঠি’-র (Laalkuthi) মাধ্যমে এই জনপ্রিয় জুটি আবার একসাথে পর্দায় ফিরে এসেছেন। প্রথমে ধারাবাহিকের প্রোমোতে শুধু রুকমাকে দেখানো হয়, তারপরে রাহুলও এই ধারাবাহিকে থাকতে চলেছেন জানার পরে তাঁদের ভক্তদের খুশির বাঁধ ভেঙে যায়। এই ধারাবাহিকেও নতুন চরিত্রে রাহুল-রুকমার জুটি দর্শকদের মনে ইতিমধ্যেই প্রভাব বিস্তার করে ফেলেছে। নেট দুনিয়ায় তাঁদেরকে নিয়ে চালু হয়েছে হ্যাশট্যাগ (#AnVi)।
পর্দা ও ধারাবাহিকের চরিত্রের বাইরে এবারে বাস্তব জীবনেও রাহুল অরুণোদয় ব্যানার্জী (Rahul Arunoday Banerjee) ও রুকমা রায়ের (Rooqma Roy) রসায়ন বেশ জমে উঠেছে। ইতিউতি কান পাতলেই রাহুল-রুকমা পরস্পরকে মন দিয়ে বসেছেন এমন কথা শোনা যাচ্ছে। আর এবারে সেই জল্পনায় ইন্ধন দিলেন স্বয়ং রাহুল! নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি রুকমার সঙ্গে এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,’এই এত্তটা ভালোবাসি।’ আর এই ছবিতে রাহুলকে পাশে থাকা রুকমার গালে ঠোঁট লাগিয়ে চুম্বন করতে দেখা গিয়েছে। ছবিতে অভিনেত্রীর এক্সপ্রেশন দেখে মনে হয়েছে এই চুম্বন মোটেও নিছক বন্ধুত্বের নয় এবং তিনি এমনটা প্রত্যাশা করেননি। তবে ক্যাপশন ও ছবি দেখে নেটিজেনরা এই ঘটনাকে রাহুলের ভালোবাসার স্বীকারোক্তি হিসেবেই ধরে নিয়েছেন। এই ছবি ভাইরাল হওয়ার পাশাপাশি কমেন্ট বক্স শুভেচ্ছাবার্তায় রীতিমতো উপচে পড়েছে।