
ইউটিউবে বর্তমানে বেশ ভাইরাল হয়েছে নদিয়ার বিস্ময় গায়ক প্রাঞ্জল বিশ্বাসের (Pranjal Biswas) গাওয়া হিন্দি গান। এই ছেলেটির সুরেলা কণ্ঠে নতুন করে মুগ্ধ হয়েছে দেশবাসী।
সোনি চ্যানেলের রিয়েলিটি শো সুপারস্টার সিঙ্গার (Superstar Singer ) ২ এর অন্যতম জনপ্রিয় প্রতিযোগী হল বাংলার ছেলে প্রাঞ্জল। এই প্রতিযোগিতায় তার মেন্টর হয়েছেন পবনদীপ রাজন (Pawandeep Rajan)। প্রাঞ্জলের গলায় বাউল গান শুনে ইতিমধ্যে মুগ্ধ হয়েছেন বিচারকেরা। এই বয়সে অবলীলায় এবং দক্ষভাবে যে কোনো গান গাইবার ক্ষমতা রয়েছে প্রাঞ্জলের। বাউল গানের সাথে সাথে তার গলায় মান্না দে,রফি সাহেব সবার গানই বেশ ভালো লাগে। প্রতিযোগিতার সম্ভাব্য বিজয়ী হিসেবে ইতিমধ্যে তাকে মানতে শুরু করেছেন বাংলার মানুষ। ‘সুরজ কাভি দূর গগন সে’ (Suraj Kab dur gagan se) গানটি গেয়ে শুধুমাত্র ইউটিউবের দর্শকদেরকেই নয় মেন্টর অরুনিতা কাঞ্জিলালকেও (Arunita Kanjilal) কাঁদিয়ে দিয়েছে প্রাঞ্জল।
তবে এই ভিডিওতে শুধুমাত্র প্রাঞ্জল ছিল না। ভিডিওটির পরবর্তী অংশে বাকি প্রতিযোগীদেরকেও তার সাথে গলা মেলাতে দেখা গিয়েছে। এই ভিডিও দেখে আর প্রাঞ্জলের গান শুনে প্রশংসা করেছেন অলকা ইয়াগনিক (Alka Yagnik), উদিত নারায়ণের (Udit Narayan) মতো গুণী শিল্পীরা। ‘দ্য গ্রেট ভিডিওস’ (The Great Videos) নামে ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। কয়েকদিন আগে আপলোড করা ভিডিওটি ইতিমধ্যে পৌঁছে গেছে লক্ষাধিক মানুষের কাছে। তাদের মধ্যে অনেকেই আগে থেকেই প্রাঞ্জলের ফ্যান ছিলেন। অনেকেই এই গান শুনে নতুন করে ফ্যান হয়েছেন এই ছেলেটির। প্রশংসার সাথে সাথে আগামী দিনের জন্য শুভেচ্ছাও পাঠিয়েছেন তারা। সবারই আশা প্রাঞ্জল একদিন শুধুমাত্র নদিয়ার নয় সারা বাংলার মুখ উজ্জ্বল করবে বিশ্বের দরবারে।