
সম্প্রতি ইউটিউবে বেশ ভাইরাল হয়েছে ভোজপুরি গায়ক গুঞ্জন সিং (Gunjan Singh) এবং অঙ্কিতা সিংয়ের (Ankita Singh) গাওয়া মিউজিক ভিডিওটি।
কিছু মাস আগে ‘বস মিউজিক ভোজপুরি’ (Boss Music Bhojpuri) নামে ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। ভিডিওটিতে গুঞ্জন এবং প্রাচী সিংকে (Prachi Singh) ‘নীলা নীলা পানি’ (Neela Neela Paani) গানে চুটিয়ে রোমান্স করতে দেখা গিয়েছে। আর্য শর্মার (Arya Sharma) সুরে এই গানটির কথা লিখেছেন গৌতম রাই (Gautam Rai)। গান গাওয়ার সাথে সাথে গায়ক গুঞ্জনকে প্রাচীর সাথে সাবলীলভাবে নাচতেও দেখা গিয়েছে। ভিডিওটি নিমেষেই ভাইরাল হয়েছে কারণ প্রাচীর হট মুভে শুধুমাত্র দর্শকই নয় গুঞ্জনও সমানভাবে ঘায়েল হয়েছেন। গোলাপি রঙের টপের সাথে নীল রঙের জিনসের টিউনিকে প্রাচীকে কোনো নায়িকার থেকে কম লাগেনি। অন্যদিকে গায়ক গুঞ্জনকেও জিন্স এবং শার্টে নায়কের মতোই লেগেছে।
গানের সাথে সাথে দৃশ্যপটেরও পরিবর্তন ঘটেছে। কখনো রাস্তার মাঝে আবার কখনো সুইমিং পুলে বেশ অন্তরঙ্গ ভাবে নাচতে দেখা গিয়েছে গুঞ্জন এবং প্রাচীকে। কালো বিকিনি পরিহিতা প্রাচী সুইমিং পুলের জলে আগুন জ্বালিয়ে দিয়েছেন রীতিমতো। ইতিমধ্যে ভিডিওটিকে ৩৬ হাজার মানুষ লাইক করেছেন আর ভিউস সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখের উপরে। ভোজপুরি গানের সুর মানুষকে নাচতে বাধ্য করে। এই গানটির ক্ষেত্রেও তাই হয়েছে। গুঞ্জন এবং অঙ্কিতা সিংয়ের জনপ্রিয়তার সাথে সাথে গানটির সুরেও মানুষ মুগ্ধ হয়েছেন। এর মধ্যে যোগ হয়েছে প্রাচীর সাথে গায়কের উষ্ণ রোমান্স। সব মিলিয়ে বেশ গুঞ্জন বেশ জমজমাট একটা মিউজিক ভিডিও উপহার দিয়েছেন তাঁর অনুরাগীদের।