নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী পুনম পান্ডে, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী পুনম পান্ডের (Poonam Pandey) হট লুকের ছবি। তাঁকে বোল্ড অবতারে দেখে অনুরাগীরা স্বভাবতই বেশ খুশি।
‘ইনস্ট্যান্ট বলিউড’ (Instant Bollywood) নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ভাইরাল হয়েছে পুনমের ভিডিও। ভাইরাল ভিডিওতে পুনমের পরনে ছিল গোলাপি রঙের লং ড্রেস। ব্যাকলেস ড্রেসে পুনমের সুগঠিত পিঠ দৃশ্যমান ছিল। বোল্ড মেকাপের সাথে খোলা চুলে পুনমকে অসাধারণ লেগেছে। ক্যামেরা দেখে হাসিমুখে পোজ দিতেও দেখা গিয়েছে তাঁকে। অনেক মানুষ ভিডিওটি লাইক করেছেন। কমেন্টবক্স ভেসে গিয়েছে প্রশংসায়। অনেকেই শেয়ার করেছেন তাঁর এই হট লুকের ভিডিও। সব মিলিয়ে এই ভিডিওর দৌলতে নতুন করে মিডিয়ার লাইমলাইটে পুনম।
View this post on Instagram
সিনেমায় তেমনভাবে নিজের জায়গা তৈরী না করতে পারলেও সাহসী এবং খোলামেলা পোশাকে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর ছবি কিংবা ভিডিও। অনুরাগীরাও তাঁকে খোলামেলা পোশাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমানে তাঁকে ‘লকআপ’ (Lock Upp) নামে একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। শোটিতে বিজয়ী না হতে পারলেও দীর্ঘদিন পরে কোনো রিয়েলিটি শোতে তাঁকে প্রতিযোগী হিসেবে দেখতে পাওয়া গিয়েছে। ২০১১ সালে ‘ফিয়ার ফ্যাক্টর’ (Fear Factor: Khatron Ke Khiladi 4) রিয়েলিটি শোতে তাঁকে অংশ নিতে দেখা গিয়েছিল। হিন্দির পাশাপাশি বেশ কিছু তেলেগু ছবিতেও তিনি অভিনয় করেছেন। এমনকি ভোজপুরি এবং কন্নড় সিনেমাতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। ২০১৮ সালে শেষবার তাঁকে ‘দ্যা জার্নি অফ কর্মা’ (The Journey of Karma) সিনেমায় দেখতে পাওয়া গিয়েছিল। সিনেমা থেকে দূরে থাকলেও মিডিয়া তাঁর পিছু ছাড়েনি। এই ভিডিও সেই প্রমাণই দিল।