
ভারতবর্ষে ওয়েব সিরিজের (Web Series) কদর যে এখন সিনেমার থেকে অনেক বেড়ে গিয়েছে এই কথা সকলেরই জানা। মূলত করোনাকালীন পরিস্থিতিতে লকডাউনের সময় সমস্ত সিনেমা হল বন্ধ থাকায় মানুষ আরো বেশি করে ওয়েব সিরিজের দিকে ঝুঁকেছেন। এছাড়াও ভারতীয় সেন্সর বোর্ডের কারণে পরিচালকেরা সিনেমায় অধিক খোলামেলা ও অন্তরঙ্গ দৃশ্য রাখতে পারেন না। কিন্তু ওয়েব সিরিজের ক্ষেত্রে সেইরকম কোনো বাধ্যবাধকতা নেই।
বেশিরভাগ ওয়েব সিরিজেই খোলামেলা ও অন্তরঙ্গ দৃশ্য দেখতে পাওয়া যায়। নায়ক-নায়িকার মধ্যে ঘনিষ্ঠতা ও যৌনতামূলক দৃশ্য ওয়েব সিরিজগুলিতে এখন খুব সাধারণ এক বিষয়। ভারতে এমন কিছু নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম (উল্লু, প্রাইম শট, কোকু প্রভৃতি) রয়েছে যার প্রায় প্রতিটি ওয়েব সিরিজই যৌনতামূলক দৃশ্যে ভরপুর থাকে। ওয়েব সিরিজগুলির পাশাপাশি সেইসব দৃশ্যে অভিনয় করে কিছু অভিনেত্রীও রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন। তেমনই এক জনপ্রিয় অভিনেত্রী হলেন রাজসী ভার্মা (Rajsi Verma)। নিজের হটনেসের মাধ্যমে তিনি প্রথম থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছেন।
২০২২ সালের ৮ মে ‘কোকু’-তে (Kooku) রিলিজ করেছে রাজসী অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘গুলাব জামুন’ (Gulab Jamun)। এই সিরিজে একাধিক সাহসী ও বোল্ড দৃশ্যে রাজসী কাজ করেছেন, তাঁর বোল্ড অবতারে সকলেই কুপোকাত হয়েছেন। সিরিজের চিত্রনাট্য অনুযায়ী এমন এক ওষুধ আবিষ্কৃত হয়েছে যা গুলাব জামুনের সাথে মিশিয়ে খাইয়ে যৌন সম্পর্ক স্থাপন করা হচ্ছে। এইরকম চিত্রনাট্য থাকলে যে সিরিজে যথেচ্ছ খোলামেলা দৃশ্য থাকবে তা তো বলাই বাহুল্য। এই সিরিজের অন্তরঙ্গ ও ঘনিষ্ঠ দৃশ্য দর্শকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। হটনেসে ভরপুর এই ওয়েব সিরিজ দেখার জন্য ‘কোকু’-র সাবস্ক্রিপশন থাকতে হবে, তবে ভুল করেও খোলামেলা দৃশ্য দিয়ে তৈরি এই ওয়েব সিরিজ বাড়ির কারোর সামনে দেখতে বসবেন না।