OTT-র সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’, নির্লজ্জের সমস্ত সীমা ছাড়ালেন এশা গুপ্তা এবং ববি দেওল

বর্তমান সময়ে ওয়েবসিরিজ (Web Series) গুলির জনপ্রিয়তা দিনে দিনে বাড়তেই থাকছে। বর্তমান যুব সম্প্রদায়ের মধ্যে সিনেমা এবং ধারাবাহিকের পাশাপাশি ওয়েবসিরিজ দেখার প্রবণতা বাড়ছে। তবে এই সমস্ত ওয়েবসিরিজগুলির বেশিরভাগ বিষয় হলো অ্যাডাল্ট। সম্প্রতি ববি দেওয়াল (Bobby Deol) অভিনীত অ্যাডাল্ট ওয়েবসিরিজ আশ্রম (Ashram) সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। আশ্রমের প্রথম দুটি সিরিজ নেটিজেনদের খুবই মনে ধরেছে। এই ওয়েবসিরিজটির পরতে পরতে রয়েছে রহস্যময় কাহিনী, যা দর্শকদের মধ্যে শিহরণ জাগিয়েছে। তবে সম্প্রতি দর্শকদের এই ভালোলাগার কথা মাথায় রেখে নির্মাতারা বানিয়েছেন ‘আশ্রম ৩’ (Ashram 3)। এখানে ববি দেওলের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে অভিনেত্রী এষা গুপ্তাকে (Esha Gupta)।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ‘আশ্রম ৩’ এই ওয়েবসিরিজকে নিয়ে তুমুল চর্চা চলছে। প্রথম দুটো সিজনের মতো এই সিজনে ও রয়েছে একাধিক সাহসী দৃশ্য। সেখানে অভিনেতা এবং অভিনেত্রীর মধ্যে রয়েছে একাধিক বেড সিন। যৌনতায় ভরা এই ওয়েবসিরিজটি নেটিজেনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। অভিনেত্রী এষা গুপ্তা এখানে অত্যন্ত বোল্ড ভাবে নিজেকে মেলে ধরেছেন। লাস্যময়ী এই অভিনেত্রী প্রত্যেকটি সাহসী দৃশ্যে অত্যন্ত সুন্দরভাবে অভিনয় করেছেন।
তবে এই ওয়েবসিরিজে অভিনেতা ববি দেওলের সাথে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে সুন্দরভাবে অভিনয় করার জন্য আলোচিত হচ্ছেন অভিনেত্রী এষা গুপ্তা। এখানে অভিনেত্রীর অভিনীত চরিত্রের নাম সোনিয়া। এই সোনিয়া মুখ্যমন্ত্রী চরিত্রে অভিনয় করা হুকুম সিংহের বন্ধু। এখানে দেখানো হয়েছে সে বাবার আশ্রমে এসে বাবার অত্যন্ত ঘনিষ্ঠ হয়।এরপর সেখানেই শারীরিক সম্পর্ক স্থাপন হয় তাদের মধ্যে। সমগ্র ওয়েবসিরিজে এষা এবং ববি দেওলের একাধিক ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে। এই সিরিজে অভিনেত্রীর লাস্যময়ী ফিগার দেখে রীতিমতো পাগল হয়ে গেছেন দর্শকেরা।
প্রথম দুই পার্টের পর তৃতীয় পার্টেও অসামান্য সাফল্য এনেছে ‘আশ্রম ৩’। গত ৩ মার্চ এমএক্স প্লেয়ারে রিলিজ করে গেছে এই ওয়েবসিরিজটি। ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন ‘আশ্রম ৩’। যৌনতা এবং সাহসী দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজটি বর্তমানে নেটিজেনদের মধ্যে রীতিমতো আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।