
আমাদের বর্তমান জীবনে সোশ্যাল মিডিয়া (Social Media) এমন একটি মাধ্যম হয়ে উঠেছে যেখানে আমরা সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নিজেদের জীবনের বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি। সোশ্যাল মিডিয়ায় কমবেশি আমরা সকলেই অ্যাক্টিভ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই স্যোশাল মিডিয়ায় নিজেদের বিভিন্ন রকমের ছবি শেয়ার করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজের হট লুকে ধরা দিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) এর অন্যতম চরিত্র নিপা অর্থাৎ অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। সুপারস্টার দেব অভিনীত ‘চ্যালেঞ্জ টু’ সিনেমার অন্যতম হিট গান ‘পরান আমার ভালবেসেছে’ (Paran Amar Valobeseche) তে নেচে একটি ভিডিও (Dance Video) শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলার দর্শকদের। মোদক পরিবারের এই মিষ্টি মেয়ে নিপাকে এতদিন শাড়ি অথবা চুরিদারে দেখা গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘরের চেনা ছক ভেঙে তাঁকে ওয়েস্টার্ন পোশাকে বোল্ড অবতারে দেখা গেল।
View this post on Instagram
আজকাল অনেক সেলিব্রেটিকেই মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গানের সাথে নাচ এর ভিডিও শেয়ার করতে দেখা যায়। এই দিন অভিনেত্রী ঐন্দ্রিলাও সেই পথেই হাঁটলেন। দেব অভিনীত ‘চ্যালেঞ্জ টু’ (Challenge ২) সিনেমার এই গানে ঐন্দ্রিলাকে ফাটিয়ে নাচতে দেখা গেল। ছাইরঙা স্লিভলেস ক্রপ টপ এবং কাল স্কার্টে অভিনেত্রী ঐন্দ্রিলাকে বলিউড হিরোইনদের থেকে কোন অংশে কম লাগছে না। স্ট্রেটনিং করা খোলা চুল এবং নিউড মেকআপে অভিনেত্রীকে দেখতে যথেষ্ট লাস্যময়ী লাগছিল। বন্ধ ঘরের মধ্যে অভিনেত্রীর এই নাচ দেখে রীতিমত মুগ্ধ নেটিজেনরা। জোস বাংলার অফিশিয়াল ইনস্টাগ্রম পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। বলাবাহুল্য ভিডিওটি রীতিমতো ভাইরাল (Viral Video) হয়ে গেছে।
View this post on Instagram
বর্তমান সময়ে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা অত্যন্ত জনপ্রিয় একমুখ হয়ে উঠেছে। ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে নিপার চরিত্র দর্শকদের নজর কেড়েছে। অবশ্য ‘ডান্স বাংলা ডান্স জুনিয়ার’ এ সঞ্চালনা দিয়ে অত্যন্ত ছোটবেলাতেই টলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। মিঠাই ধারাবাহিকের আগে ‘খনার বচন’, ‘করুণাময়ী রানী রাসমণি’ ইত্যাদি ধারাবাহিকে তাঁকে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রকমের ফটোশুটেও তাঁকে দেখা যায়। মাঝেমধ্যেই বিভিন্ন রকমের ছবি এবং রিল ভিডিও শেয়ার করতে দেখা যায়। অত্যন্ত কম বয়সেই তিনি একটি বড় সংখ্যক ফ্যান ফলোয়ার্স তৈরি করে ফেলেছেন। তাঁর ইনস্টাগ্রাম পেজ দেখলেই বোঝা যায় নেটিজেনদের কাছে তাঁর জনপ্রিয়তা কত। বর্তমানে বাংলা গানে তাঁর এই নাচ সোশ্যাল মিডিয়া রীতিমত কাঁপাচ্ছে।
View this post on Instagram