
বলিউডের বিখ্যাত আইটেম ডান্সার নোরা ফাতেহি (Nora Fatehi) ফের নাচের মঞ্চে ঝড় তুললেন। টেলিভিশনে নাচের রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ২’ (India’s Best Dancer 2) এর মঞ্চে শোয়ের বিজয়িনী সৌম্যা কাম্বলের (Saumya Kamble) সাথে নাচতে দেখা যায় তাঁকে। ভিডিওটি দেখার পরে দুই ড্যান্সারের যুগ্ম পরিবেশনের প্রশংসা করেছেন দর্শক।
২০১৮ সালে ‘সত্যমেব জয়তে’ (Satyameva Jayate) সিনেমায় ‘দিলবার’ (Dilbar) গানটি গেয়েছিলেন নেহা কক্কর (Neha Kakkar) ,আসিস কাউর (Asees Kaur) এবং ধ্বনি ভানুশালী (Dhvani Bhanushali)। নোরার উপস্থাপনা গানটিকে দর্শকদের কাছে খুব অল্প দিনের মধ্যে জনপ্রিয়তা এনে দিয়েছিল। পরবর্তীকালে অসাধারণ নাচের দক্ষতার কারণে বেশ কিছু নাচের রিয়েলিটি শোতে তাঁকে অতিথি শিল্পী হিসেবেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে। এইরকমই একটি ডান্স রিয়েলিটি শো হলো সোনির ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ২’। এই শোটিতে বিচারকে আসনে দেখা গিয়েছে কোরিওগ্রাফার টেরেন্স লুইস (Terence Lewis) ,নাচের দুনিয়ায় ‘গীতামা’ নাম খ্যাত গীতা কাপুর (Geeta Kapoor) এবং ‘ছাইয়া ছাইয়া’ গার্ল মালাইকা অরোরা (Malaika Arora)।
কোনো এক বিশেষ পর্বে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন নোরা। সৌম্যা ‘দিলবার’ গানে ব্রেক ড্যান্স করার পরে নোরাকে স্টেজে নাচ করার অনুরোধ জানান বিচারকরা। এরপর ওই প্রতিযোগিনীর সাথে নাচের মঞ্চ মাতিয়ে দিতে দেখা গিয়েছিল নোরাকে। নোরাকে যোগ্য সঙ্গত দিয়েছেন সৌম্যা যা বেশ প্রশংসনীয়। একজন উঠতি নৃত্যশিল্পী এবং একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীর মনোমুগ্ধকর যুগলবন্দিতে বেশ আপ্লুত দর্শক। ইতিমধ্যে ভিডিওটিকে প্রায় ১১ হাজার দর্শক লাইক করেছেন।