
বর্তমানে ভোজপুরি (Bhojpuri) সিনেমার গানগুলো বলিউড ইন্ডাস্ট্রির সাথে পাল্লা দিয়ে যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছে। হরিয়ানা উত্তরপ্রদেশ ছাড়াও সমগ্র ভারতবর্ষে ধীরে ধীরে ভোজপুরি সিনেমার গানের জনপ্রিয়তা বাড়ছে। এর ফলে ভোজপুরি সিনেমার নায়ক নায়িকাদের জনপ্রিয়তাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভোজপুরি নায়ক নিরাহুয়া (Nirahua) জনপ্রিয়তা এখন গগনচুম্বী। এক কথায় বলতে গেলে ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারস্টার তিনি। অভিনেতা নিরাহুয়া এবং অভিনেত্রী আম্রপালি দুবে এই দুই অভিনেতা অভিনেত্রী যে সিনেমায় থাকেন তা হিট হবেই হবে। এক কথায় বলতে গেলে এই জুটিকে পর্দায় দেখতে পাগল হয়ে যান দর্শকেরা। নিরাহুয়া ও আম্রপালি দুবের (Amrapali Dubey) আবারো একটি গান ইউটিউব এ ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে। গানটি ইউটিউবে আপলোড হবার সাথে সাথেই তা ভাইরাল (Viral) হয়েছে।
পর্দায় নিরাহুয়া এবং আম্রপালির হট রোমান্স দেখবার জন্য সাধারণত দর্শকেরা মুখিয়ে থাকেন। তবে প্রত্যেকবারের মত এবারও পর্দায় এই জুটিকে ফাটিয়ে অভিনয় করতে দেখা গেছে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে গানের ছন্দে দুলেছেন অভিনেত্রী আম্রপালি দুবে। আর তাতেই নায়কের সাথে হট রোমান্সে মেতে উঠেছেন তিনি। ‘করলা মন পাতে যায়’ (Karela Man Pat Jayi) গানের সাথে অসম্ভব সুন্দর ভঙ্গিমায় নাচতে দেখা গেছে অভিনেত্রীকে। নাচের সাথে অভিনেত্রীর এক্সপ্রেশন ছিল দেখার মতো। তবে প্রত্যেকবারের মত এবারও তাঁদের রসায়ন চোখে পড়ার মতো ছিল। ভিডিওটিতে দেখা যাচ্ছে বৃষ্টির জলে ভেজা শরীরে নায়কের বুকের উপর মাথা রেখেছেন অভিনেত্রী আম্রপালি দুবে। অভিনেত্রীর ভেজা শরীর থেকে চুইয়ে পড়ছে লাস্যময়ী আবেদন। গোল্ডেন সিকোয়েন্স ব্লাউজ এবং সবুজ শাড়িতে আম্রপালিকে অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। অন্যদিকে বরাবরের মতন সপ্রতিভ ভঙ্গিমায় পর্দায় ধরা পড়ে গিয়েছেন নিরাহুয়া। তাঁর পরনে ছিল লাল শার্ট এবং নীল জিন্স।
আপাতত গানটি দর্শকদের খুবই ভালো লেগেছে। ‘আশিক আওয়ারা’ (Aashik Aawara) সিনেমার এই গান ইউটিউব এ শোরগোল ফেলে দিয়েছে। ইতিমধ্যে নেটিজেনরা ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন। গানটি গেয়েছেন দীনেশ লাল যাদব এবং কল্পনা। গানটির সংগীত পরিচালনায় রয়েছেন রাজেশ রাজনীশ। এবং গানটি লিখেছেন পেয়ারে লাল যাদব। ইউটিউবে (Youtube) জনপ্রিয় একটি ভোজপুরি পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।