
ভোজপুরি বিনোদন জগতের দুই তারকা নিরাহুয়া (Nirahua) ও আম্রপালি দুবে (Amrapali Dubey) ব্যক্তিগত ভাবে জনপ্রিয় হওয়ার পাশাপাশি জুটি হিসেবেও দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। পর্দা ও নেট দুনিয়া, এই জুটি সর্বত্রই সমানভাবে জনপ্রিয়। নিরাহুয়া ও আম্রপালি জুটি হিসেবে পর্দায় উপস্থিত হওয়া মানেই সাফল্য নিশ্চিত। তাঁদের মধ্যের রসায়ন দর্শকদের ভীষণ পছন্দের। বহু সিনেমায় ও মিউজিক ভিডিওতে একসঙ্গে বহু অন্তরঙ্গ দৃশ্যে এই দুই ভোজপুরি তারকা কাজ করেছেন।
এই কথা সকলেরই জানা যে বর্তমান সময়ে ভারতবর্ষে বলিউড ছাড়া অন্যান্য ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিগুলিও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে। এই বিষয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি অবশ্য অনেকদিন ধরে এগিয়ে থাকার পাশাপাশি তবে এখন টলিউড অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি প্রভৃতিও নিজেদের জায়গা সারাদেশ জুড়ে তৈরি করে নিচ্ছে। স্বাভাবিকভাবেই ভোজপুরি বিনোদন জগতের তারকারাও সমগ্র দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। নিরাহুয়া এবং আম্রপালি একসঙ্গে ‘রোমিও রাজা’, ‘মুকাদ্দর কা সিকান্দর’, ‘লাল্লু কি লায়লা’, ‘জয় বীরু’, ‘কাশী অমরনাথ’, ‘সিপাহি’, ‘বেটা’, ‘রাম লক্ষ্মণ’, ‘আশিক আওয়ারা’ প্রভৃতি ভোজপুরি সিনেমায় কাজ করেছেন।
সম্প্রতি ইউটিউবে নিরাহুয়া ও আম্রপালির কয়েক বছরের পুরনো এক মিউজিক ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই মিউজিক ভিডিওর গানের নাম ‘নিশা মে চাড়াল বা’ (Nisha Me Chadhal Ba), এই ভিডিও ‘হিন্দুস্তানি ২’ (Hindustani 2) নামক এক তুমুল জনপ্রিয় সিনেমা থেকে নেওয়া হয়েছে। এই ভিডিওতে কালো শর্ট পোশাকে আম্রপালির হটনেস ও উপচে পড়া যৌবন নেটিজেনদের ঘাম ছুটিয়েছে। নিরাহুয়ার সাথে আম্রপালির জমজমাট রোম্যান্স ও গানের তালে উদ্দাম নাচ সকলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই ভিডিওটির ভিউজ সংখ্যা ২.১ মিলিয়নের গণ্ডিতে পৌঁছে গিয়েছে। কমেন্ট বক্সে নিরাহুয়া (Nirahua)-আম্রপালি দুবের (Amrapali Dubey) ভক্তরা পছন্দের তারকাদের প্রতি নিজেদের ভালোবাসা জানিয়েছেন।