
বর্তমানে ভোজপুরি (Bhojpuri) ইন্ডাস্ট্রি বলিউড ইন্ডাস্ট্রিকে টেক্কা দেবার জন্য নিজেকে নিত্যনতুন ভাবে আপডেট করছে। আর তাই সমগ্র ভারতবর্ষে ভোজপুরি সিনেমার গান দিনকে দিন জনপ্রিয়তা পাচ্ছে। ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় জুটি হলো নিরাহুয়া (Nirahua) ও আম্রপালি দুবে (Amrapali Dubey)। এই দুই অভিনেতা অভিনেত্রী যে সিনেমায় রয়েছেন সে সিনেমা সুপারহিট হবেই হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেকোনো ভোজপুরি গান আপলোড হওয়ার সাথে সাথেই তা সুপার ভাইরাল হয়। আর ভোজপুরি ইন্ডাস্ট্রির কুইন হলেন অভিনেত্রী আম্রপালি দুবে। অত্যন্ত হট এবং সাহসী অভিনেত্রী হিসেবে তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ এই অভিনেত্রী মাঝেমধ্যে তিনি তাঁর বোল্ড ফটো শেয়ার করে নেটিজেনদের মনের উষ্ণতায় পারদ চড়ান। সম্প্রতি আম্রপালি দুবে এবং নিরাহুয়ার একটি গান সোশ্যাল মিডিয়ায় নতুনভাবে ভাইরাল (Viral) হয়েছে।
বর্তমানে ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারহিট নায়ক নিরাহুয়া এবং ভোজপুরি সিনেমার রানী আম্রপালি দুবে জুটি যেকোনো সিনেমাতেই চার চান্দ লাগিয়ে দেয়। দর্শক যথেষ্ট পছন্দ করে এই হিট জুটিকে। সম্প্রতি এই সুপারহিট জুটি একটি হট রোমান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। যা জনগণ যথেষ্ট পছন্দ করেছিল। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বন্ধ ঘরের মধ্যে রোমান্সে মত্ত রয়েছে নিরাহুয়া এবং আম্রপালি। অভিনেত্রী নায়ক এর সাথে অভিনয় করার সময় হট বোল্ড ডান্স মুভমেন্ট এর মধ্যে দিয়ে পুরুষ হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছেন।
আপাতত ইউটিউবে এই গানটি হইচই ফেলে দিয়েছে। ‘খোলে দি কেভদিয়া ভাইল ভোর’ গানে নিরাহুয়া এবং আম্রপালি দুবেকে রোমান্স করতে দেখা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে গোলাপী ব্লাউজ এবং লাল শাড়িতে অভিনেত্রী আম্রপালি দুবেকে অসম্ভব সুন্দরী লাগছিল। একইসাথে নীল রঙের স্যান্ডো গেঞ্জি এবং লুঙ্গিতে নিরাহুয়া ছিলেন স্বমহিমায়। বদ্ধ ঘরের মধ্যে খাটের উপর অভিনেত্রী এবং অভিনেতার হট রোমান্স রীতিমতো আলোড়ন ফেলেছে নেটদুনিয়ায়। শাড়ির আঁচল সরিয়ে বুকের খাঁজে আগুন জ্বেলেছেন অভিনেত্রী। প্রত্যেক বারের মতো এবারেও গানের মধ্যে এই জুটির রসায়ন জমে ক্ষীর। প্রসঙ্গত উল্লেখ্য এই গানের কথা লিখেছেন শ্যাম দেহাতি। আপাতত আবেগঘন এই গানের অভিনেত্রী আম্রপালি দুবের সেক্সি মুভে তাঁর ভক্তরা পাগল হয়ে উঠেছেন।