
ভোজপুরি বিনোদন জগতে আম্রপালি দুবে (Amrapali Dubey) এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। নিজের হটনেসের মাধ্যমে তিনি দীর্ঘ কয়েক বছর ধরেই সকলকে মোহিত করে রেখেছেন। তাঁর আকর্ষণীয় শারীরিক গঠন দেখে কুপোকাত হবে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তিনি ভোজপুরি সিনেমায় যা কাজ করেন তা সবই ব্যাপক জনপ্রিয় হয়ে থাকে। সম্প্রতি আম্রপালির এক মিউজিক ভিডিও নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওতে অভিনেত্রীকে আরেক জনপ্রিয় ভোজপুরি তারকা দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার (Nirahua) সঙ্গে ভরপুর রোম্যান্স করতে দেখা গিয়েছে। ইউটিউবে আম্রপালি ও নিরাহুয়ার বোল্ড এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য মিউজিক ভিডিওটির নাম ‘কাটোরে কাটোরে’ (Katore Katore), এই ভিডিও ভোজপুরি সিনেমা ‘সিপাহি’-র (Sipahi) এক দৃশ্য। এই ভিডিওটি দুই তারকার মধ্যের অন্তরঙ্গ ও রোম্যান্টিক দৃশ্যে পরিপূর্ণ। আম্রপালির ঘায়েল করা মুখের এক্সপ্রেশন ও শরীরি মোচড় ভিডিওতে দেখে নেটিজেনদের রাতের ঘুম উড়ে গিয়েছে। এই গানটি গেয়েছেন প্রিয়াঙ্কা সিং এবং খেসারী লাল যাদব। একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ছাড়াও গানের তালে তালে নিরাহুয়া ও আম্রপালিকে তুমুল নাচতে দেখা গিয়েছে।
অত্যন্ত হট এই ভিডিওর ভিউজ সংখ্যা ৩৪ মিলিয়নের গণ্ডি পেরিয়ে গিয়েছে। ৭১ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। কমেন্ট বক্সে অনেকসংখ্যক মানুষ আম্রপালির পাগল করা রূপ ও চাউনির এবং নিরাহুয়ার সাথে তাঁর জমজমাট রসায়নের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বস্তুত বর্তমান সময়ে সমগ্র ভারতবর্ষ জুড়েই ভোজপুরি বিনোদন জগতের বিভিন্ন কনটেন্ট জনপ্রিয়তা লাভ করে চলেছে। বিশেষত যে সব কনটেন্টে এমন খোলামেলা দৃশ্য দেখানো হয় তা নেট দুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। ভোজপুরি জগতের তারকারাও এখন এইভাবেই পুরো দেশে খ্যাতিলাভ করেছেন। ভোজপুরি ইন্ড্রাস্টির গণ্ডি ছাড়িয়ে ভোজপুরি কনটেন্ট সারা দেশেই এখন তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে।