
ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরহুয়ার (Nirhua) চুম্বন দৃশ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ‘নিরহুয়া হিন্দুস্তানী’ (Nirhua Hindustani) ছবির একটি গানের দৃশ্যে অভিনেত্রী আম্রপালি দুবেকেও (Amrapali Dubey) দেখতে পাওয়া গিয়েছে।
ভোজপুরি ইন্ডাস্ট্রিতে নিরহুয়া এবং আম্রপালির জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। পর্দায় দুজনের রসায়ন বেশ আকর্ষণীয়। ‘ওথালালিয়া চিকে দে’ (Othlaliya Chikhe Da) নামে ওই ভিডিওটিতে এই জুটিকে রোম্যান্সের সাথে সাথে দীর্ঘ চুম্বন করতেও দেখা গিয়েছে। পেয়ারে লাল যাদবের (Pyare Lal Yadav) কথায় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ রাজনীশ (Rajesh Rajnish)। প্রথম দিকে নায়িকা রাজি না হলেও নাছোড়বান্দা নায়কের কাছে অবশেষে ধরা দিতেই হলো তাকে। লাল রঙের ছোট ড্রেসে আম্রপালিকে বেশ মোহময়ী লেগেছে। নিরহুয়াও নিজের মতো করে দর্শকদের মনোরঞ্জন করেছেন।
এই মিউজিক ভিডিওটি বেশ পুরোনো। কিন্তু দর্শকদের মনে এখনো নিরহুয়া -আম্রপালির ম্যাজিক বর্তমান। তাই নতুন করে ভিডিওটি ভাইরাল হতেই দর্শক আবার করে প্রেমে পড়েছেন এই জুটির। ভিউস সংখ্যা ঝড়ের গতিতে বেড়েছে। এর কারণ বলিউড ইন্ডাস্ট্রির পাশাপাশি ভোজপুরি ইন্ডাস্ট্রিও ভারতের মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছে। সেই সঙ্গে বেড়েছে নায়ক নায়িকাদের জনপ্রিয়তা। তাই তাদের অভিনীত যেকোনো ভিডিও ভাইরাল হয়ে যায় নিমেষে। এমনকি পুরোনো ভিডিও আবার করে দর্শক দেখতে পছন্দ করেন। এই ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। নায়ক নায়িকার মাখো মাখো কেমিস্ট্রির সাথে দীর্ঘ লিপলক ভিডিওটিকে বেশ জনপ্রিয় করে তুলেছে দর্শকদের কাছে।