
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ভোজপুরি নায়িকা মোনালিসার (Monalisa) একটি বৃষ্টিস্নাত ভিডিও। এক জনপ্রিয় ভোজপুরি গানে নায়কের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে নায়িকাকে। ২০১৭ সালে ‘ওয়েভ মিউজিক ভোজপুরি’ (Wave Music Bhojpuri) ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছিল মোনালিসার এই ভিডিওটি।
দর্শকদের ভিডিওটি এতো ভালো লেগেছিল যে আবার নতুন করে প্রকাশ্যে আসতে লাইক এবং ভিউস সংখ্যা ঝড়ের গতিতে বেড়েছে। এর পিছনে প্রধান কারণ হলো মোনালিসার জনপ্রিয়তা। ভাইরাল ভিডিওতে ‘যৌবন দাবা দি রাজা জি ‘(Joban Daba Di Raja ji) এই জনপ্রিয় ভোজপুরি গানে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরহুয়ার সাথে সিক্ত রোম্যান্স মেতেছেন নায়িকা। অভিনয়ের পাশাপাশি নিজের শরীরী আবেদনের জন্য মোনালিসা বিখ্যাত। এই ভিডিওটিতেও নায়ককে বৃষ্টির মধ্যে নিজের শরীরী আবেদনে ঘায়েল করেছেন মোনালিসা। ‘আদালত’ (Adaalat) সিনেমার জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম এটি। হলুদ রঙের শাড়ি এবং লাল রঙের ব্লাউজে বৃষ্টির মধ্যে মোনালিসাকে মোহময়ী লেগেছে। নিরহুয়ার পরনেও ছিল হলুদ রঙের শার্ট প্যান্ট। বাড়ির বাইরের উঠোনের সাথে সাথে ব্যালকনিতেও দুজনকে বৃষ্টির মজা নিতে দেখা গিয়েছিল।
ভোজপুরি নায়কদের মধ্যে নিরহুয়ার (Nirahua) জনপ্রিয়তাও কম নয়। বৃষ্টির এই রোম্যান্টিক আবহাওয়ার মধ্যে দুই জনপ্রিয় নায়ক নায়িকাকে ভিজে অবস্থায় রোম্যান্স করতে দেখে অনুরাগীরা বেশ আনন্দই পেয়েছেন। অভিনেতার সাথে সাথে নিরহুয়া একজন গায়ক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। ভোজপুরি ইন্ডাস্ট্রির সুনাম বৃদ্ধির পিছনে নিরহুয়ার অভিনয় এবং নাচের দক্ষতা অনস্বীকার্য। অন্যদিকে হিন্দি এবং বাংলা বিনোদন জগতের সাথে মোনালিসা ভোজপুরি ইন্ডাস্ট্রিরও অন্যতম খ্যাতনামা অভিনেত্রী। এদের দুজনের কেমিস্ট্রি যে দর্শক উপভোগ করবেন সেটা বলাই বাহুল্য।