
বর্তমানে ভোজপুরি (Bhojpuri) সিনেমা হিন্দি সিনেমার পাশাপাশি নেটিজেনদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। তার ফলে ভোজপুরি তারকাদের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। সম্প্রতি ভোজপুরি সুপারস্টার দীনেশ লাল যাদব অর্থাৎ নিরাহুয়ার (Nirahua) জনপ্রিয়তা চোখে পড়ার মতো। এই ভোজপুরী নায়ক এর সিনেমা বা ভিডিও ইউটিউবে আসা মাত্রই তা সুপার ভাইরাল হয়। নিরাহুয়ার অভিনীত নতুন গানের সাথে সাথে পুরনো গানগুলো ইউটিউবে যথেষ্ট আলোড়ন ফেলে। ভোজপুরি সিনেমার জগতে নিরাহুয়া এমন এক তারকা যাঁর নামই সিনেমা হিট করবার জন্যে যথেষ্ট। এই নায়কের ওপর নির্ভর করে ভোজপুরি সিনেমা এক অন্য মাত্রায় পৌঁছেছে।বিহার, ঝাড়খন্ড ,উত্তর প্রদেশ, ছত্রিশগড়ের মত রাজ্যে অভিনেতা দীনেশ লাল যাদব এর জনপ্রিয়তা গগনচুম্বী। ইতিমধ্যে তিনি বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন যা রীতিমতো সুপারহিট হয়েছে।
ভোজপুরি সিনেমার গান এবং ভিডিওগুলি মূলত ইউটিউব এর মাধ্যমে বেশি জনপ্রিয়তা পায়। সম্প্রতি অভিনেতা নিরাহুয়ার আরেকটি ভিডিও ইউটিউবে (Youtube) ভাইরাল (Viral) হয়েছে। দেখা যাচ্ছে একটি সিনেমার গানে জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রীর সাথে স্ক্রিন শেয়ার করেছেন নিরাহুয়া। ভোজপুরি সিনেমার অন্যতম অভিনেত্রী অঞ্জনা সিং এর সাথে এই ভাইরাল গানে নাচতে দেখা গেছে অভিনেতা দীনেশ লাল যাদবকে। অবশ্য এর আগেও একাধিক সিনেমা এবং গানে একসাথে অভিনয় করেছেন নিরাহুয়া এবং অভিনেত্রী অঞ্জনা (Anjana Singh)।
‘সুহাগ ওয়ালি রাতিয়া’ (Suhaag Wali Ratia) এই ভোজপুরী গানে রীতিমতো জমিয়ে রোমান্স করতে দেখা গেছে নিরাহুয়া এবং অঞ্জনা সিংকে। মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি নেটিজেনদের কাছেও তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এক কথায় বলতে গেলে ইউটিউব এর বাজার কাঁপাচ্ছে এই ভিডিও। গানটিতে দেখা যাচ্ছে বন্ধ ঘরের মধ্যে অভিনেতা অভিনেত্রীর হট রোমান্স। অভিনেত্রী অঞ্জনার রীতিমতো লাস্যময়ী চাহনিতে থমকে গেছে অভিনেতা নিরাহুয়ার দুই চোখ। এই গানটি গেয়েছেন অভিনেতা দীনেশ লাল যাদব এবং সোনালী ইন্দু। ভোজপুরি সুপার হিট সিনেমা হাথকড়ি থেকে এই গানটি নেওয়া হয়েছে। ইউটিউবে আপাতত এই গানটি ট্রেন্ডিং হয়ে উঠেছে।