
ভোজপুরি তারকা নিরাহুয়া (Nirahua) ও আম্রপালি দুবে (Amrapali Dubey) জুটির রসায়ন আবারও নেটিজেনদের নজর কেড়েছে। ভারতবর্ষে বিনোদন বলতে যে শুধু আর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে বোঝায় না এই কথা আর কারোরই অজানা নয়। অন্যান্য রাজ্যের রিজিওনাল ফিল্ম ইন্ডাস্ট্রিগুলিও ধীরে ধীরে সমগ্র দেশে জনপ্রিয়তা লাভ করছে। এই বিষয়ে দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি অবশ্য অনেকদিন আগে থেকেই এগিয়ে রয়েছে। বর্তমানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি তথা সমগ্র ভোজপুরি বিনোদন জগতের কনটেন্ট গোটা দেশে নিজের জায়গা তৈরি করে নিয়েছে।
এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবকিছুই সকলের হাতের মুঠোয় চলে এসেছে, আর এই বিষয়টিকে কাজে লাগিয়ে ভোজপুরি সিনেমা, মিউজিক ভিডিও প্রভৃতি সারাদেশে ছড়িয়ে পড়ছে। ভোজপুরি বিনোদন জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেতা দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া (Nirahua)। বিভিন্ন ভোজপুরি নায়িকাদের সঙ্গে তাঁর জুটি বেশ জনপ্রিয়। তবে জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবের (Amrapali Dubey) সঙ্গে নিরাহুয়ার জুটির জনপ্রিয়তা এক অন্য মাত্রায় রয়েছ। পর্দায় এই দুইজনের একসাথে দেখা মিললেই সেই কনটেন্ট সুপারহিট ও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি ইউটিউবে নিরাহুয়া ও আম্রপালির এক পুরনো মিউজিক ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দুই তারকার জমজমাট রসায়ন নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওর গানের নাম ‘বেটাউয়া তোহর গোর হই হো’ (Betauwa Tohar Gor Hoyee Ho)। সন্তোষ মিশ্রা পরিচালিত ভোজপুরি সিনেমা ‘বর্ডার’-র (Border) এই গানটি গেয়েছেন গায়িকা কল্পনা (Kalpana) ও স্বয়ং নিরাহুয়া। এই মিউজিক ভিডিওতে আম্রপালির তুমুল নাচের পাশাপাশি নিরাহুয়ার সাথে তাঁকে বেশ ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে। আম্রপালির হটনেস ও উপচে পড়া যৌবন এই মিউজিক ভিডিওর মূল ইউএসপি। নিরাহুয়ার সঙ্গে তাঁর রোম্যান্স দর্শকদের ঘাম ছুটিয়ে দিয়েছে। কমেন্ট বক্সে নেটিজেনরা আম্রপালি দুবে (Amrapali Dubey) ও নিরাহুয়া (Nirahua) জুটির এই দারুণ রোম্যান্স দেখে নিজেদের ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করেছেন।