
বর্তমানে ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার হলেন দীনেশ লাল যাদব, যাকে সবাই-ই চেনেন নিরাহুয়া নামেই। তাঁর যেকোন সিনেমা কিংবা ভিডিওর যেকোনো ছোট ক্লিপই ইউটিউবে আসামাত্রই ভাইরাল হয় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গানই নয়, তাঁর একাধিক পুরনো সিনেমার গান ও সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে থাকে।
ভোজপুরি সিনেমার জগতে তিনি এমন এক স্বনামধন্য ব্যক্তিত্ব যার নামে সিনেমা সুপারহিট হয়ে যায়। ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন বেশকিছু সিনেমায়। বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, ছত্রিশগড়ের মত বেশকিছু রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি জনপ্রিয়তার অন্যতম শীর্ষে পৌঁছেছে বারংবার।
দীনেশ লাল যাদবের সাথে অঞ্জনা সিংহের রসায়নের দর্শকেরা মজে থাকেন সবসময়। তাঁদের জুটির এমন কোনো একটি সিনেমা নেই যা বক্স-অফিসে সাফল্য লাভ করতে পারেনি। শুধুমাত্র তাঁদের জুটির সিনেমাই নয় যে কোন গানের ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমতো সাড়া ফেলে দেয়। তাঁদের দুজনের অভিনয়ের দক্ষতা এবং পারিপার্শ্বিক কাহিনী তাঁদের রসায়নে যোগ করে এক অন্য মাত্রা। তাঁদের এই দক্ষতাই অসাধারণ এক ইউএসপির মত কাজ করে। বর্তমানে তাঁদের সিনেমার একটি গান ‘জিয়ান করবা এ রাজা’ সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। যে ভিডিওতে দেখা গিয়েছে দুজনে উষ্ণ রোমান্স-এ মত্ত হয়েছেন। ভিডিওতে অভিনেত্রী অঞ্জনা সিং তোয়ালে পরেই রোমান্স করছেন নিরাহুয়ার সাথে। ইতিমধ্যেই এই ভিডিওটি দেখে ফেলেছেন ৫ মিলিয়নেরও বেশি মানুষ। এই গানটি ভালোবেসেছেন প্রায় ৫ লক্ষ নেটনাগরিক।