
Viral Bhojpuri Music Video বর্তমান সময়ে ভারতবর্ষে শুধুমাত্র বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কনটেন্ট জনপ্রিয়তা লাভ করছে এমনটা নয়, অন্যান্য রাজ্যের অন্যান্য ভাষার বিনোদন জগতের বিভিন্ন কনটেন্টও সমগ্র দেশজুড়েই জনপ্রিয়তা লাভ করছে। ভারতে এখন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা বা গান আলাদাই মাত্রায় পৌঁছে গিয়েছে। বিয়েবাড়ি হোক বা পুজোর ভাসান, সর্বত্রই ভোজপুরি গানের সঙ্গে অধিকাংশ মানুষ এখন মেতে ওঠেন।
ভোজপুরি বিনোদন জগতের এক অন্যতম তারকা মোনালিসা (Monalisa)। তিনি নিজের আকর্ষণের শারীরিক গঠন, হটনেস ও বোল্ড লুকের মাধ্যমে দর্শকদের মন জয় করে রেখেছেন। যে কোনো সিনেমা বা মিউজিক ভিডিওতে মোনালিসার দেখা মিললে তা আর হিট হতে বেশি সময় নেয় না। সম্প্রতি ইউটিউবে মোনালিসার এক মিউজিক ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে খোলামেলা ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে তিনি দর্শকদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন।
উল্লেখ্য এই ভিডিওটির গানের নাম ‘মুয়াই দিহালা রাজা জি’। এই ভিডিওতে মোনালিসার সাথে ভোজপুরি বিনোদন জগতের আরেক তারকা পবন সিংকে (Pawan Singh) দেখা গিয়েছে। তাঁদের ঘনিষ্ঠতা ও জমজমাট যৌন রসায়ন দর্শকদের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠেছে। এই ভিডিওটির ভিউজ সংখ্যা ইতিমধ্যেই ৪০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। উল্লেখ্য গানটির রচনা করেছেন বিনয় বিহারী এবং এই গানটির সুরকারের ভূমিকা পালন করেছেন রাজেশ গুপ্তা। ভিডিওর প্রথমেই মোনালিসা ও পবনকে বিছানায় শুয়ে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে, এই পুরো ভিডিওটি যৌন আবেদনমূলক অন্তরঙ্গ দৃশ্যে ভরপুর রয়েছে। ভিডিওর পরবর্তী অংশেও বিভিন্ন স্থানে বিভিন্ন ভঙ্গিমায় মোনালিসা (Monalisa) ও পবন (Pawan Singh) খোলামেলা রোম্যান্সে মজেছেন। এই ভিডিওতে সম্ভবত ফুলশয্যার রাতের দৃশ্য দেখানো হয়েছে। এই দুই ভোজপুরি তারকার আগুনে রসায়ন নেটিজেনদের ঘাম ছুটিয়ে দিয়েছে।