এই সুন্দরী যুবতীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন মুকেশ আম্বানির কনিষ্ঠপুত্র, খুব শীঘ্রই হতে পারে বিয়ে

মুকেশ আম্বানি (Mukesh Ambani) বর্তমানে ভারতের প্রথম সারির ব্যবসায়ীদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ও সর্বাধিক সফল একজন। বিপুল পরিমাণ সম্পত্তি ও তার পাশাপাশি তাঁর পরিবারের চরম বিলাসবহুল জীবনযাপনও তাঁদের বারেবারেই খবরের শিরোনামে নিয়ে আসে। মুম্বই শহরে মুকেশ ও তাঁর পরিবার ৬ হাজার কোটি টাকা দামের এক বাংলোতে বসবাস করেন। বাংলো ছাড়াও তাঁর অধীনে অনেক বিলাসবহুল গাড়ি আছে। শুধু ভারতে নয়, বিদেশেও মুকেশের অনেক সম্পত্তি রয়েছে। বর্তমানে মুকেশ আম্বানির দৈনন্দিন আয় ১৫১.৭১ কোটি টাকা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বর্তমানে মুকেশের মোট সম্পত্তির পরিমাণ ৭,৭৪,৬২৫০ কোটি টাকা।
মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানিও (Nita Ambani) অত্যন্ত সমৃদ্ধশালী ও জনপ্রিয়। স্বামীর প্রভাবে তাঁর অধীনেও বহু মূল্যবান দ্রব্য রয়েছে। মুকেশ ও নীতার তিন আকাশ আম্বানি (Akash Ambani), ইশা আম্বানি (Isha Ambani) এবং অনন্ত আম্বানি (Anant Ambani)। প্রচুর বৈভবের মধ্যে বড়ো হয়ে ওঠা এই তিনজনই প্রতিনিয়ত চর্চায় থাকেন। আকাশ ও ইশা ইতিমধ্যেই অত্যন্ত ধুমধামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই অনন্ত-ও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। সম্প্রতি অনন্তের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে, যা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে।
আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত রাধিকা মার্চেন্ট (Radhika Merchant) নামক এক সুন্দরীর সঙ্গে বেশ দীর্ঘ সময় ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন। তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই সর্বত্রই রাধিকাকে নিয়ে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। কোনো অনুষ্ঠান চলাকালীন তাঁদের সাক্ষাৎ হয় এবং তাঁরা পরস্পরের বন্ধু হন, এরপর সময়ের সাথে সাথে তাঁরা প্রেমে পড়েন ও এক সম্পর্কের সূত্রপাত ঘটে। নেট দুনিয়ায় রাধিকা ও অনন্তের কিছু ছবি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। নীতা আম্বানি তথা সমগ্র আম্বানি পরিবারের রাধিকাকে বেশ পছন্দ বলেই শোনা গিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে চলতি বছর অর্থাৎ ২০২২ সালের শেষদিকে অনন্ত ও রাধিকা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।