
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে ভোজপুরি নায়িকা মোনালিসা (Monalisa) এবং পবন সিংয়ের (Pawan Singh) উষ্ণ রোম্যান্সের ভিডিও। ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে দুজনের কেমিস্ট্রির প্রশংসা করেছেন নেটিজেনরা।
‘পবন রাজা’ (Pawan Raja) সিনেমার ‘জওয়ানি শিখর পর’ (Jawani Sikahar Par) গানটি শেয়ার করা হয়েছে ‘ওয়েভ মিউজিক’ (Wave Music) ইউটিউব চ্যানেল থেকে। ভাইরাল ভিডিওটিতে নায়ক পবন সিংয়ের অভিমানকে নিজের শরীরী আবেদন দিয়ে ভাঙানোর চেষ্টা করছেন নায়িকা মোনালিসা। তাঁর এই উষ্ণ আবেদনময়ী ড্যান্স মুভে নায়কের অভিমান শেষ পর্যন্ত না ভাঙলেও অনেক পুরুষের হৃদয়ে যে ঝড় উঠেছে তাতে সন্দেহ নেই। বেগুনি রঙের উপরে সাদা কাজ করা শাড়ী এবং সাদা ব্লাউজে মোনালিসাকে খুব মোহময়ী লেগেছে। তাঁর ঘায়েল করা শরীর বিভঙ্গের সাথে সাথে পুরুষদের হৃদয় হরণ করা মুখের এক্সপ্রেশন পুরো ভিডিওটিকে মনোগ্ৰাহী করে তুলেছে দর্শকদের কাছে। সুমিত চন্দ্রভানসির (Sumeet Chandravanshi) কথায় গানটি গেয়েছেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা প্রিয়াঙ্কা সিংহ (Priyanka Singh)। গানটির সুর দিয়েছেন অভিনাশ ঝা (Avinash Jha) যিনি গানের জগতে ‘ঘুঙরু’ (Ghunghroo) নামেই বেশি পরিচিত।
নায়ক পবন সিংয়ের এই ভিডিওতে বিশেষ কিছু করার ছিল না। কিন্তু নায়কের অভিমান ভাঙানোর চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি নায়িকা। ঘরোয়া সুসজ্জিত পরিবেশে নায়ক নায়িকার এই মান অভিমানের পালা দর্শকদের যে বেশ পছন্দ হয়েছে তা ঝড়ের গতিতে শেয়ার হওয়া লাইকস এবং ভিউস সংখ্যা দিয়েই বোঝা যাচ্ছে। ২০১৭ সালে ইউটিউবের এই চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করা হলেও এতো বছর পরেও পবন-মোনালিসার জাদু দর্শকদের মনে অক্ষত রয়ে গিয়েছে। সেই কারণে আবার নতুন করে দর্শকদের পছন্দের ভিডিওগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে এটি।