
‘দাদাগিরি সিজন নাইন'(Dadagiri Season 9) বাংলার অজস্র দাদাগিরি ভক্তদের হৃদয় ভেঙে আগামী ৫ই জুন শেষ হতে চলেছে। বর্তমানে বিভিন্ন ধারাবাহিকের পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-এর সঞ্চালনায় এই রিয়্যালিটি শো-টি অন্যরকম সাফল্য পেয়েছে। এই শো-কে কেন্দ্র করে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা। দাদাগিরি সিজন নাইন চরম সফলতা পেয়েছে। কিন্তু এতদিন পর শেষ হতে চলল দাদাগিরির এই সিজন। ইতিমধ্যেই চ্যানেল থেকে ফাইনালের প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। আর সেখানেই দেখা যাচ্ছে প্রসেনজিৎ, দিতিপ্রিয়া, মিঠাই (Mithai) ধারাবাহিকের সৌমিতৃষা (Soumitrisha Kundu) থেকে আরম্ভ করে আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে উপস্থিত থাকতে। এছাড়াও গ্র্যান্ড ফাইনাল এপিসোডে এই প্রথমবার সৌরভের সাথে দাদাগিরির মঞ্চে নাচতে চলেছেন তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলী (Dona Ganguly)। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে দাদাগিরি সিজন নাইন ফাইনাল এপিসোড।
দাদাগিরির পাশাপাশি ধারাবাহিক মিঠাইয়ের জনপ্রিয়তাও খুব একটা কম নয়। এর সাথে সাথে ‘মিঠাই’ ধারাবাহিকে অসামান্য অভিনয়ের জন্য অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর বর্তমানে নেটিজেনদের কাছে ক্রেজ প্রায় গগনচুম্বী। দাদাগিরির গ্র্যান্ড ফিনালেতে সৌমিতৃষা যে অংশগ্রহণ করতে চলেছেন এই খবরে অত্যন্ত খুশি হয়েছিলেন নেটিজেনরা। আর এই দিন সৌমিতৃষার পারফরম্যান্সের ভিডিও ক্লিপস দেখায় রীতিমতো আনন্দিত হলেন মিঠাই ভক্তরা।
সম্প্রতি জানা গিয়েছে দাদাগিরির মঞ্চে বলিউডের বিখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit) শ্রদ্ধা জানাতে তাঁর বিখ্যাত গান ‘এক দো তিন’ তে কোমর দোলাবেন মিঠাইরানী। গোলাপি লেহেঙ্গা ও চোলিতে অসামান্য সুন্দরী লাগছিল মিঠাইকে। বাস্তবে অবশ্য মাধুরী দীক্ষিত না, শ্রীদেবীর অন্ধভক্ত মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা (Soumitrisha Kundu)। বুধবারই জি বাংলার তরফ থেকে অভিনেত্রীর পারফরম্যান্সের এক ঝলক শেয়ার করা হয়েছে।
View this post on Instagram
তবে মিঠাইয়ের এই জমজমাট নাচের সাথে এই গ্র্যান্ড ফিনালের আরো একটি আকর্ষণ হলো ডোনা গাঙ্গুলীর নাচ। শাহরুখ খানের জনপ্রিয় গান ‘আঁখো মে তেরি’-তে একসাথে নাচতে দেখা যাবে সৌরভ ও ডোনাকে। অবশ্য সেই সময় মঞ্চে উপস্থিত থাকবেন অভিনেতা প্রসেনজিৎ এবং মিঠাই। চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে এই দিন অনুষ্ঠানে জি বাংলার অন্যান্য ধারাবাহিকের নায়িকারা যেমন পিলু, উমারাও উপস্থিত থাকছেন। আপাতত দাদাগিরি সিজন নাইন ফাইনাল এপিসোড নিয়ে অত্যন্ত উত্তেজিত হয়ে আছেন দর্শকেরা। এখন শুধু সময় বলবে কোন জেলার হাতে উঠছে সেরা ট্রফি।