আর চলবে না রূপঙ্কর বাগচীর গান, ‘জিঙ্গল’ নিয়ে কড়া ব্যবস্থা নিল কেক প্রস্তুতকারী সংস্থা

একটা ফেসবুক লাইভ, একটা মৃত্যু, আর দুই জন সঙ্গীত শিল্পী আর তা নিয়ে গত দুইদিন ধরে উত্তাল গোটা বাংলা। ৩০ এবং ৩১ তারিখ কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন জনপ্রিয় গায়ক কে কে (KK)। ৩১ তারিখ নজরুল মঞ্চের অনুষ্ঠান ছিল। ঐদিন স্যার গুরুদাস কলেজ এর গান গেয়েছিলেন কে কে। প্রচণ্ড গরমে এসি কাজ করছিল না, এত লোকের মধ্যে গরমে তিনি অস্বস্তি বোধ করছিলেন।অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসকরা ঘোষণা করেন আমাদের মধ্যে আর নেই গায়ক কে কে। আর এরপরই সোশ্যাল মিডিয়া বিক্ষোভে ফেটে পড়ে রূপঙ্করের ফেসবুক লাইভকে কেন্দ্র করে।
কেকে র মৃত্যুর আগের দিনই রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) একটি ফেসবুক লাইভ ক্লিপিংস ভাইরাল হয়েছিল। যেখানে রূপঙ্কর বাবু বলেছিলেন ‘কেকে কেকে কেকে হু ইজ কেকে ম্যান’। আর তারপর কাকতালীয়ভাবে প্রোগ্রাম করার পর অসুস্থ হয়ে মারা যান জনপ্রিয় গায়ক কে কে। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ জনগণ ক্ষেপে ওঠেন গায়ক রূপঙ্কর বাগচীর উপর। সোশ্যাল মিডিয়ায় কেকের মৃত্যুর পরই কাঠগড়ায় দাঁড় করানো হয় রূপঙ্করকে। কুৎসা, বিক্ষোভ, তির্যক মন্তব্য সবকিছু একের পর এক আছড়ে পড়তে থাকে তাঁর পরিবারের ওপর। এমনকি রূপঙ্করকে ফোনে না পেয়ে তাঁর স্ত্রীর ফোনে হুমকি যায়। পরিস্থিতি সামাল দিতে তাঁর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়। অনুরাগী থেকে সহকর্মী সবাই রূপংকরের পাশ থেকে সরে দাঁড়ান। এমত পরিস্থিতিতে কালকে প্রেসক্লাবে মিটিংয়ে রূপঙ্কর বাবু সর্বসমক্ষে গায়ক এর বিরুদ্ধে যে সমস্ত মন্তব্য করেছিলেন সেই বিষয়ে কেকের (KK) পুরো পরিবারের কাছে ক্ষমা প্রার্থী হন। নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান প্রয়াত সঙ্গীত শিল্পীর কাছে।
তবে সোশ্যাল মিডিয়ায় আরো একটি ব্যাপার ভাইরাল হয়েছে। সেটি হল এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এক কেক প্রস্তুতকারক সংস্থার অফিশিয়াল পেজে গিয়ে অনুরোধ করেন সেই সংস্থার জিংগেল বয়কট করা হোক। তার কারণ ওই জিঙ্গেলের গায়ক রূপঙ্কর বাগচী। ওই ব্যক্তির অনুরোধে পাল্টা উত্তর দেন কেক প্রস্তুতকারক সংস্থা। তাঁরা জানান খুব শীঘ্রই ব্যাপারটি তাঁরা দেখছেন। কারণ তাঁরা কখনোই রূপঙ্করের বক্তব্য সমর্থন করেন না। সংস্থার তরফ থেকে লিখিতভাবে জানানো হয় ‘গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব্যে আমরা দুঃখিত। ক্রেতাদের অনুভূতিকে মাথায় রেখে ব্র্যান্ড জিঙ্গেল নিয়ে আমরা যথা সময়ে সিদ্ধান্ত নেব’। আপাতত সংস্থার এই স্ক্রিনশটটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।