নির্লজ্জের সমস্ত সীমা ছাড়ালেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

নেটদুনিয়ায় হট অবতারে ধরা দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার (Manushi Chhillar)। নিজের ইন্সটা একাউন্ট থেকে শেয়ার করা একের পর একের ছবিতে ঘায়েল নেটিজেনরা।
ভাইরাল ছবিগুলিতে ওয়েস্টার্ন ড্রেসের সাথে শাড়িতেও দেখতে পাওয়া গিয়েছে মানুষীকে। স্কিন রঙের ব্র্যালেটের সাথে ম্যাচিং করে পরা জ্যাকেটে সবার নজর কেড়েছেন তিনি। ইয়াররিং এবং বেনুনিতে একেবারে অন্যরকম লেগেছে তাঁকে। হলুদ রঙের ওয়ান পিসে জলের ধারে তাঁর ছবিও বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। ওয়েস্টার্নের সাথে ট্রাডিশনাল শাড়িতেও তাঁকে একেবারে বঙ্গ নারী লেগেছে। সাদা -লাল রঙের শাড়ির সাথে লাল রঙের ব্লাউজ আর তার সাথে ঝুমকো কানের দুলে অনন্যা লেগেছে মানুষীকে। গোলাপি রঙের শাড়িতে তাঁকে একেবারে পাশের বাড়ির মেয়ে মনে হচ্ছিল।
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছিলেন। বর্তমানে বলিউডে নিজের ক্যারিয়ার তৈরিতে ব্যস্ত মানুষী। সম্প্রতি অক্ষয় কুমারের (Akshay Kumar) সাথে ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj ) সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটাই তাঁর বলিউডে প্রথম ছবি। মানুষীকে কিছু দিন আগে থেকেই এই ছবির প্রমোশনে দেখতে পাওয়া গিয়েছিল। এমনকি ছবির সাফল্য কামনা করে সিদ্ধিবিনায়কের মন্দিরে পুজো দিতেও গিয়েছিলেন তিনি। সাদা রঙের সালোয়ার কামিজে অনেক মানুষের মাঝে আলাদা করে চোখে পড়েছেন সুন্দরী এই অভিনেত্রী। এতো কিছুর পরেও মুক্তি পাওয়ার পরে সিনেমাটি তেমনভাবে দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তবে তাঁর অভিনয় ভালো লেগেছে অনেকেরই। ফ্লপ দিয়ে শুরু হলেও আগামী দিনে আরো সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা যাবে। বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। ভবিষ্যতে বলিউডে নিজের ক্যারিয়ারকে সফলভাবে পরিচালনা করতে পারবেন কিনা সেটা সময় বলবে।