নির্লজ্জের সমস্ত সীমা ছাড়ালেন অভিনেত্রী মন্দানা, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে মডেল তথা অভিনেত্রী মান্দানা করিমির (Mandana Karimi) হট লুকের বেশ কিছু ছবি। এই ছবিগুলি নেটদুনিয়ার উষ্ণতার পারদ বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে।
View this post on Instagram
বর্তমানে অভিনেত্রী ইতালিতে রয়েছেন। সেখান থেকেই শেয়ার করলেন একের পর এক ইন্সটা রিল। তাঁর বিকিনি লুক ঝড় তুলেছে বহু পুরুষের হৃদয়ে। বিকিনি পরে কখনো সুইমিং পুলে সময় কাটাচ্ছেন আবার কখনো রোদ পোহাচ্ছেন। স্পোর্টস ব্রা এবং ট্র্যাকস্যুট পরিহিতা মান্দানাকে জিম করতে দেখে অনুরাগীরা তাঁর টোনড ফিগারের প্রশংসা করেছেন কমেন্টবক্সে।
View this post on Instagram
বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা ১১ লাখের উপরে। তাই তাঁর এই রিল ভিডিওগুলিতে খুব অল্প সময়েই ভিউস এবং লাইকস সংখ্যা ঝড়ের গতিতে বেড়ে চলেছে। বর্তমানে তাঁকে ‘লকআপ’ (Lock Up) নামে রিয়েলিটি শোয়ে প্রতিযোগী হিসেবে দেখতে পাওয়া গিয়েছে। বিজয়ী না হলেও এই শোতে তাঁর পারফরম্যান্স দর্শকরা বেশ পছন্দ করেছেন।
View this post on Instagram
এর আগেও বেশ কিছু রিয়েলিটি শোতে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে। টেলিভিশনের অন্যতম বিতর্কিত শো বিগ বসের পরপর দুটি সিজন ৯ এবং ১০ -এ তাঁকে দেখা গিয়েছে। বিগ বস ৯ -এ তিনি দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। বিগ বস ১০-এ তিনি অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন।
View this post on Instagram
রিয়েলিটি শো ছাড়াও বেশ কয়েকটি সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম হলো ২০১৬ সালে মুক্তি পাওয়া কমেডি ছবি ‘কেয়া কুল হ্যা হাম’ (Kyaa Kool Hain Hum)। এছাড়া রয় (Roy) ,ভাগ জনি (Bhaag Johnny), মেইন ওর চার্লস (Main Aur Charles) প্রভৃতি সিনেমাতে তিনি অভিনয় করেছেন।