
ক্যামেরার সামনেই পোশাক বদলে বির্তকের মুখে পড়লেন অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। নেটিজেনদের অনেকেই তাঁর ফিগারের প্রশংসা করছেন।
সম্প্রতি নিজের ইন্সটা প্রোফাইলের একটি ভিডিওতে মালাইকাকে প্রথমে সাদা রঙের বাথরোব পড়তে দেখা গিয়েছে। নো মেকআপ লুক এবং সাধারণভাবে বাঁধা চুলেও তাঁকে অসাধারণ লেগেছে। ওই ড্রেস পরেই জনপ্রিয় ‘ডান্স উইথ মি’ (Dance With Me) গানে নাচ করতে শুরু করেন অভিনেত্রী। নাচের মধ্যেই আচমকা বদলে যায় তাঁর পরনের পোশাক। বাথরোবের পরিবর্তে তাঁর পরনে ছিল সাদা রঙের ড্রেস সাথে মেকআপ এবং লাল রঙের লিপস্টিক। এই ড্রেসে তাঁকে অপরূপ সুন্দরী লেগেছে। ৪০ টি বসন্ত পার করে দেওয়ার পরেও এখনো নিজের সৌন্দর্য বজায় রেখেছেন মালাইকা। বর্তমান যুগের যে কোনো উঠতি নায়িকাকে টেক্কা দেওয়ার ক্ষমতা এখনো রাখেন ‘ছাইয়া গার্ল’।
বর্তমানে তেমনভাবে তাঁকে সিনেমায় দেখতে পাওয়া না গেলেও ছোট পর্দায় বেশ সক্রিয় রয়েছেন। চলতি বছরে সোনি (Sony) চ্যানেলের ‘ইন্ডিয়া’স বেস্ট ড্যান্সার’ (India’s Best Dancer) নামে রিয়েলিটি শোতে তিনি বিচারক হয়েছিলেন। বর্তমানে ৮ বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুরের (Arjun Kapoor) সাথে সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে রয়েছেন তিনি। এই বছরে অর্জুনের সাথে বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে গুঞ্জনও শোনা যাচ্ছে। পরিচালক আরবাজ খানের (Arbaaz Khan) সাথে বিচ্ছেদের পরে অর্জুনের সাথে সম্পর্ক নিয়ে নেটদুনিয়ায় কম কটাক্ষের শিকার হতে হয়নি মালাইকাকে। তবে সব সমালোচনাকে দূরে সরিয়ে এই বয়সেও আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তিনি।