
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের সুইমিং পুলের ছবি শেয়ার করে উষ্ণতা ছড়ালেন বাঙালি অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)।
অভিনেতা সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty) সাথে ডিভোর্সের পরে মধুমিতা সিরিয়ালের সাথে সাথে সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেছেন। তাঁর ফ্যানের সংখ্যাও দিন দিন বাড়ছে। ইন্সটা হ্যান্ডলে শেয়ার করা ভাইরাল ছবিতে কালো রঙের মনোকিনিতে অভিনেত্রীকে পুলের ধারে বসে মাঝে মাঝে জুসের গ্লাসে চুমুক দিতে দেখে গিয়েছে যা তাঁর অনেক পুরুষ ভক্তকেই ঘায়েল করেছে। চাঁদের স্নিগ্ধ আলোয় মধুমিতার এই জলকেলির ছবি পরিবেশকে বেশ উষ্ণ করে তুলেছে। স্বাস্থ্য সচেতন মধুমিতার টোনড শরীরের সাথে এই বিকিনি লুক বেশ ভালো মানিয়েছে । ছবিতে ভক্তরা তাঁর এই জলপরী বেশে ছবির প্রশংসা করেছেন কমেন্টে।
সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা বাড়ানোর পরে বর্তমানে বেশ কিছু ওয়েব সিরিজেও তাঁর অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে। সম্প্রতি ‘উত্তরণ’ (Uttoron) এবং ‘শ্রীকান্ত’ (Srikanto) নামক ওয়েব সিরিজগুলিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। ‘বোঝে না সে বোঝে’ (Bojhena Se Bojhena) সিরিয়ালে পাখি চরিত্রটি দিয়ে সিরিয়ালে অভিষেক হয় মধুমিতার । সিরিয়াল যত এগিয়েছিল চরিত্রটির সাথে সাথে তাঁর জনপ্রিয়তাও রাতারাতি বেড়ে গিয়েছিল। সম্প্রতি শুনতে পাওয়া গিয়েছে টলিউডের গন্ডি পেরিয়ে মধুমিতা পা রাখতে চলেছেন সাউথের সিনেমায়। এক জনপ্রিয় দক্ষিণী নায়কের বিপরীতে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। তবে এই বিষয়ে অভিনেত্রীর কাছ থেকে কিছু এখনো জানতে পাওয়া যায়নি। তবে নেটদুনিয়া আপাতত মজে আছে তাঁর এই ছবিতে।