রানি মুখার্জির মেয়েকে চেনেন? সৌন্দর্যের নিরিখে টেক্কা দেবে বলিউডের স্টার কিডদের, রইল ছবি

বাঙালি অভিনেত্রী রানী মুখার্জী (Rani Mukherjee) বাংলাতে সেভাবে অভিনয় না করলেও একটা সময়ে বলিউডের বহু হিট ছবির নায়িকা ছিলেন তিনি। নিজের অভিনয় দক্ষতার জন্য আজ তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। বলিউডের বড় বড় অভিনেতাদের সাথে তিনি স্ক্রিন শেয়ার করেছেন। তবে বর্তমানে বড়পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। ২০১৪ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে সবথেকে হাই ভোল্টেজ পরিচালক যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়ার সাথে তিনি সাত পাকে বাঁধা পড়েছেন। তবে বিবাহের পর থেকেই খুব বেছে বেছে ছবিতে কাজ করেন তিনি। বলতে গেলে বিয়ের পরবর্তী সময়ে কেরিয়ার লাইফ থেকে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি ব্যস্ত। বর্তমানে তিনি ছয় বছরের এক ফুটফুটে কন্যা সন্তানের মা। তবে একজন স্বনামধন্য অভিনেত্রী হওয়ার পরও তিনি অতি সহজেই মেয়েকে বলিউডের সমস্ত রকম লাইমলাইট থেকে দূরে সরিয়ে রেখেছেন।
আদিত্য চোপড়া এবং রানী মুখার্জির কন্যা সন্তানের নাম আদিরা চোপড়া। তবে ছোট থেকেই এই তারকা দম্পতি ক্যামেরার সামনে খুব একটা নিয়ে আসেন না তাঁদের মেয়েকে। বলতে গেলে আদিত্য এবং রানী সব সময় চেয়েছেন আর পাঁচটা সাধারণ বাচ্চার মতনই তাঁদের মেয়ে বড় হয়ে উঠুক। সেই জন্য সাধারণভাবে স্কুলে যাতায়াত করে তাঁদের মেয়ে। বলিউডি চাকচিক্য দেখা যায় না আদিরার মধ্যে। এমন কি সোশ্যাল মিডিয়াতে সেভাবে ছবিও খুঁজে পাওয়া যায় না রানী মুখার্জির মেয়ে আদিরার। তবে এত লুকোছাপার পরও একজন সেলিব্রিটি মা হিসেবে মাঝে মাঝে ক্যামেরার সামনে তিনি নিয়ে এসে ফেলেছেন তাঁর কন্যাকে।
বেশ কয়েক বছর আগে একবার এয়ারপোর্টে রানী মুখার্জি তাঁর তিন বছরের কন্যাকে নিয়ে ক্যামেরার সামনে চলে এসেছিলেন। সেই সময় সাংবাদিকদের অনুরোধের পরও তিনি কন্যা আদিরার ছবি তুলতে দেননি ক্যামেরাম্যানদের। তবে তাঁদের আবদার রাখতে তিনি নিজে বিভিন্ন পোজে ছবি তুলেছিলেন। তবে পাপারাজিতরাও অভিনেত্রীকে নিরাশ করেননি, তাঁর কথামতো আদিরার কোন ছবি তাঁরা তোলেননি।
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আদিরার কিছু ছবি ভাইরাল হয়েছে। আর সেখানেই নেটিজেনরা ছোট্ট আদিরাকে দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন। প্রসঙ্গত বেশ কিছু স্টারকিড ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। তার মধ্যেই করিনা কাপুর এবং সাইফ আলী খানের পুত্র তৈমুর আলি খান এবং ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা অত্যন্ত জনপ্রিয়। তবে সম্প্রতি ছয় বছরের আদিরার ভাইরাল (Viral) হওয়া ছবিগুলি দেখে নেটিজেনরা সহজেই অনুমান করছেন সৌন্দর্যে আদিরা সহজেই টেক্কা দিতে পারে এই সমস্ত স্টারকিডদের।