সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদেরও হার মানাবে ‘কপিল শর্মা শো’-এর চান্দুর স্ত্রী, রইল তাঁর ছবি

বর্তমানে টেলিভিশনে একটি জনপ্রিয় রিয়েলিটি শো হলো ‘দ্য কপিল শর্মা শো’। মজাদার এই কমেডি শো বর্তমানে অন্যান্য বিভিন্ন প্রোগ্রামকে পিছনে ফেলে দিয়েছে জনপ্রিয়তার লড়াইয়ে। তবে দীর্ঘদিন ধরে এই শো এর টিআরপি ধরে রেখেছেন সঞ্চালক কপিল শর্মা (Kapil sharma)। বলিউডে তিনি একজন বিখ্যাত কমেডিয়ান হিসেবে পরিচিত। তবে ‘কপিল শর্মা শো’ তে আরো একজন কমেডিয়ানকে দেখা যেত। তিনি হলেন চান্দু চায়ওয়ালা (chandu chawala)। কপিল শর্মা শোয়ের তিনি একজন অন্যতম ক্যারেক্টার।তবে তিনি এই শোতে চাওয়ালার চরিত্রেই থাকতেন। তবে আজকের এই প্রতিবেদনে আমরা কপিল শর্মা (kapil sharma) অথবা চান্দুকে (chandu) নিয়ে আলোচনা করবো না। আলোচনা করবো চান্দুর স্ত্রীকে নিয়ে, জানব তাঁর স্ত্রীর কিছু অজানা বিষয়।
চান্দু (chandu) একজন কমেডিয়ান হওয়ার পাশাপাশি একজন ভালো অভিনেতা ও দীর্ঘদিন তিনি পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন। তবে বর্তমানে তিনি ‘কপিল শর্মা শো’ এর একজন অন্যতম সদস্য। বলিউডে চান্দু সম্পর্কে আমরা অনেক কিছু জানলেও তাঁর স্ত্রীর ব্যাপারে আমরা খুব একটা জানিনা। তবে তাঁর স্ত্রীকে দেখলে রীতিমতো চোখ কপালে উঠে যাবে নেটিজেনদের। চান্দুর স্ত্রীর নাম নন্দিনী খুরানা (Nandini Khurana)। নন্দিনী (Nandini) রূপে এবং লাস্যে হারিয়ে দিতে পারেন যে কোন বলিউডের তাবড় তাবড় নায়িকাদের। তাঁর অসামান্য মারকাটারি ফিগার ঘায়েল করে অজস্র পুরুষ হৃদয়কে।
সোশ্যাল মিডিয়ায় চান্দু অর্থাৎ চন্দন প্রভাকরের (Chandan Provakar) সাথে তাঁর স্ত্রীর ছবি মাঝেমধ্যে দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠানে সুন্দরী স্ত্রীকে পাশে নিয়ে ক্যামেরায় পোজ দিতে দেখা গিয়েছে। উল্লেখ্য ২০১৫ সালে নন্দিনীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন চন্দন। তাঁর বিয়েতে বলিউডের বড় বড় স্টার যেমন ধর্মেন্দ্র, জীতেন্দ্র, রানবীর-দীপিকা, আমিশা প্যাটেল, রবীনা ট্যান্ডন উপস্থিত ছিলেন। পুরনো বিয়ের অ্যালবামের ছবি হোক কি বর্তমানে নন্দিনীর (Nandini) সাথে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া ছবি দেখলেই বোঝা যায় অসামান্য সুন্দরী এই নন্দিনী। চন্দন (Chandan) এবং নন্দিনীর (Nandini) একটি কন্যা সন্তান রয়েছে। তবে তাঁর স্ত্রী নন্দিনী (Nandini) রূপে অসামান্যা হলেও ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করেন না।