জিতের ‘বন্ধন’ সিনেমার সেই ছোট্ট শিশুকে মনে আছে? বর্তমানে এখন হ্যান্ডসাম যুবক তিনি, রইল ছবি

টলিউডের (Tollywood) বড় বড় নায়ক নায়িকাদের মাঝে শিশুশিল্পীদের জনপ্রিয়তাও খুব একটা কম নয়। নব্বইয়ের দশকের ‘সোনার কেল্লা’ থেকে আরম্ভ করে বর্তমানে ‘হামি’র শিশুশিল্পীরা বিনোদনক্ষেত্রে নিজের স্থান করে নিয়েছে।এমনিতেই যে কোন ছবিতে খুব যত্নসহকারে শিশুশিল্পীদের চরিত্রগুলি ফুটিয়ে তোলা হয়। আজকের এই প্রতিবেদনে এমনই এক শিশু শিল্পী সম্পর্কে আমরা আলোচনা করব। ২০০৫ সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘রাজু আঙ্কেল’ ছবিতে দেখা গিয়েছিল এক শিশুশিল্পীকে। আর্লি টোয়েন্টিজের সেই শিশুশিল্পী দর্শকদের মনে একটি সুপ্রতিষ্ঠিত জায়গা করে নিয়েছিল।
পরবর্তীকালে বেশ কয়েকটি ছবিতে কাজ করতে দেখা গিয়েছিল তাকে। এছাড়া ২০০৩ সালে সর্বপ্রথম এই শিশুশিল্পীর টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ ঘটে। ‘নাটের গুরু’ সিনেমায় অভিনয় করে সকলের নজরে আসেন তিনি। পরবর্তীকালে ২০০৪ সালে জিৎ কোয়েল অভিনীত ‘বন্ধন’ সিনেমায় একটি উল্লেখযোগ্য চরিত্রে দেখা গিয়েছিল এই শিশুশিল্পীকে। তবে বর্তমানে সে আজ ছোটটি নেই। হয়ে উঠেছেন ২৭ বছরের এক যুবক। আর হ্যাঁ আমরা আজ কথা বলছি অভিনেতা আনশু বাচকে (Anshu Bach) নিয়ে। অত্যন্ত অল্প বয়স থেকেই অংশু নিজের অসামান্য অভিনয় দক্ষতার জন্য টলিউডে নিজের একটি স্বতন্ত্র জায়গা করে নিয়েছিল। তবে বর্তমানে আনশু এক যুবকে পরিণত হয়েছেন এবং নতুনভাবে অভিনয় জগতে কামব্যাক করেছেন।
কলকাতায় ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন আনশু। অত্যন্ত অল্প বয়স থেকেই জিৎ-মিঠুন ইত্যাদি বড় বড় অভিনেতার সাথে স্ক্রিন শেয়ার করে ফেলেছেন তিনি। কবে ক্লাস টেনের পর অভিনয় জগৎ থেকে সাময়িক বিরতি নেন তিনি। এরপর ছয় বছরের বিরতি শেষে স্নাতক ডিগ্রী অর্জন করার পর পুনরায় গ্ল্যামার ওয়ার্ল্ডে প্রত্যাবর্তন করেছেন। ২০১৭ সালে ‘টেককেয়ার’ নামক একটি শর্টফিল্মে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন তিনি। এছাড়া অভিনেত্রী প্রিয়মের সাথে ‘মনসুন মেলডিজ’এ অভিনয় করে তিনি সকলের নজরে আসেন। ইউটিউবে ইতিমধ্যেই তিনি তাঁর কাজের মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন।
তবে সিনেমা এবং শর্টফিল্মের পাশাপাশি ইতিমধ্যেই সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন অংশু। ‘কে আপন কে পর’ সিরিয়ালের খলনায়ক চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান ছোটবেলায় স্ট্রাগেল কি জিনিস তিনি সেভাবে বুঝে উঠতে পারেননি। কিন্তু বর্তমানে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। সেইজন্য নতুনভাবে কামব্যাক করার পর টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করার জন্য রীতিমতো পরিশ্রম করতে হচ্ছে তাঁকে।